ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে আদানির সঙ্গে চুক্তি করেছে সরকার : জোনায়েদ সাকী
ক্ষমতাসীন সরকার তাদের ক্ষমতা দীর্ঘস্থায়ী করার জন্য ভারতের শিল্পগোষ্ঠী আদানির সঙ্গে চুক্তি করেছে বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকী।
আজ শুক্রবার (১০ মার্চ) বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে ভাসানী অনুসারী পরিষদ আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এ মন্তব্য করেন তিনি। আদানি গ্রুপের সঙ্গে বিদ্যুৎ আমদানির অসম চুক্তি বাতিলের দাবিতে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সাকী বলেন, ‘সরকার শুধুমাত্র নিজেদের ক্ষমতা দীর্ঘস্থায়ী করার জন্য নিজ দেশের স্বার্থ বলি দিয়ে আদানির সঙ্গে বিদ্যুৎ চুক্তি করেছে। এ কোম্পানি নিজ দেশেই বিতর্কিত। এ চুক্তির বিরুদ্ধে খোদ ভারতেই সমালোচনার ঝড় বইছে।’
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক আরও বলেন, ‘আজকে সাত টাকার বিদ্যুৎ কেন ১৮ টাকায় কিনব? ক্ষমতাসীনরা নিজেদের স্বার্থে এগুলো করলেও কার টাকা দিয়ে বেশি দামে বিদ্যুৎ কিনছেন? এ টাকা প্রধানমন্ত্রী বা আওয়ামী লীগের না, জনগণের কষ্টার্জিত টাকা। এ টাকা লুটপাট করার অধিকার আপনাদের কে দিয়েছে?’
বিক্ষোভ সমাবেশে ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু বলেন, ‘২০১৭ সালের ৫ নভেম্বর এই অবৈধ চুক্তি হলেও সরকার তা প্রকাশ করেনি। দেশের স্থানীয় কোম্পানি ছয় দশমিক ১২ টাকায় প্রতি ইউনিট বিদ্যুৎ দেওয়ার কথা বললেও সরকার তাতে কর্ণপাত করেনি। এমনকি, সরকারের আর্শীবাদপুষ্ট এস আলম গ্রুপও প্রতি ইউনিট বিদ্যুৎ সাত টাকায় উৎপাদন করতে চাইলেও সরকার সায় দেয়নি। সরকার আদানির সঙ্গে ১৮ টাকা ইউনিটে চুক্তি করল। যেখানে নেপাল ভারত থেকে বিদ্যুৎ আমদানি করে মাত্র সাত টাকায়।’
সমাবেশে সভাপতিত্ব করেন ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক রফিকুল ইসলাম বাবলু। এতে আরও উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমন্বয়ক অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম, মিরাজুল ইসলাম, ভাসানী অনুসারী পরিষদের সদস্য সচিব হাবিবুর রহমান বিজু, মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত, আয়োজক সংগঠনের বাবুল বিশ্বাস, মুকিম খান, রাজু আহমেদ খান প্রমুখ।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল প্রেসক্লাব থেকে শুরু হয়ে পল্টন মোড়ে গিয়ে শেষ হয়।