‘ক্ষমতা পাকাপোক্ত করতে আওয়ামী লীগ ইসি আইন পাস করতে যাচ্ছে’
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘ক্ষমতা পাকাপোক্ত করতে আওয়ামী লীগ নির্বাচন কমিশন (ইসি) আইন পাস করতে যাচ্ছে। অনির্বাচিত সরকার কোনো আইন পাস করতে পারে না।’
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৬তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে দলের উদ্যোগে নয়াপল্টনে আজ বৃহস্পতিবার দুপুরে দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে মির্জা আব্বাস এ কথা বলেন।
মির্জা আব্বাস বলেন, ‘আপনারা তো অনির্বাচিত সরকার। আপনারা কোনো আইন পাস করতে পারেন না। আপনারা যে আইন পাস করবেন, সেটি বাংলার মানুষের কাছে গ্রহণযোগ্য হবে না।’ তিনি বলেন, ‘যারা ভেবেছিল জিয়াউর রহমানকে শেষ করে দিলে বিএনপি শেষ হয়ে যাবে, তাদের মুখে ছাই দিয়ে বিএনপি টিকে আছে।’
অনুষ্ঠানে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘র্যাবকে ধ্বংস করে এখন পুলিশকে ধ্বংস করার ষড়যন্ত্র করছে সরকার। র্যাবের ভাবমূর্তি শেষ করে দিয়েছে সরকার। বিএনপির আমলে দেশনেত্রী খালেদা জিয়া র্যাব গঠন করেছিলেন দেশের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখার জন্য। এ র্যাবকে কখনোই রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়নি। আজকে র্যাব আন্তর্জাতিক পর্যায়ে মানবতাবিরোধী বেআইনি সংগঠন হিসেবে পরিগণিত হচ্ছে।’
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রিজভী বলেন, ‘আজ আমাদের সামাজিক অবস্থা এত ভয়াবহ পর্যায়ে চলে গেছে, কারও কোনো নিরাপত্তা নাই। কেউ স্বাভাবিকভাবে নিরাপত্তার মধ্যে জীবনযাপন করতে পারে না। যেখানে গণতন্ত্র নাই, জবাবদিহি নাই, সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়?’
এ সময় বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন প্রমুখ উপস্থিত ছিলেন।