ক্ষমতা ভোগের বস্তু নয় : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ক্ষমতা ভোগের বস্তু নয়। জনগণের সেবা করাটাই আমাদের কাজ। আমরা কতটুকু দেশের জন্য করতে পারলাম, দেশের মানুষকে দিতে পারলাম, সেটাই দেখার বিষয়।’
রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক’প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রধানমন্ত্রী তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন।
অনুষ্ঠানে ২৭ জন সরকারি কর্মকর্তা, তিনটি মন্ত্রণালয় ও একটি ইউনিটের কাছে এ পদক তুলে দেওয়া হয়। প্রধানমন্ত্রীর পক্ষে এসব পদক তুলে দেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের সবাইকে মনে রাখতে হবে—ক্ষমতা ভোগের বস্তু নয়। আমরা কতটুকু দেশের জন্য করতে পারলাম, দেশের মানুষকে দিতে পারলাম, সেটাই দেখার বিষয়।’
শেখ হাসিনা বলেন, ‘চেষ্টা করেছি যে, আমাদের প্রশাসনিক ব্যবস্থাটা এমনভাবে গড়ে উঠুক, যেটা গণমুখী হবে, জনসেবার হবে, জনগণের জন্য কাজ করবে। একটা রাষ্ট্রকে যদি উন্নত করতে হয়, তাহলে সুনির্দিষ্ট কিছু লক্ষ্য স্থির করতে হয়।’
এসময় প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন, সাশ্রয়ী-মিতব্যয়ী হতে হবে, গণমাধ্যমে এ নিয়ে অনেক কথাই হবে৷ সমালোচনা করাই বিরোধী দলের কাজ৷ কিন্তু আমরা সঠিক পথে আছি কি না, সেই আত্মবিশ্বাস থাকতে হবে প্রজাতন্ত্রের কর্মকর্তাদের ৷
পদকপ্রাপ্তদের উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আপনারা আপনাদের স্ব স্ব দায়িত্ব পালন করে যান। আমরা আগামী প্রজন্মের জন্য সোনার বাংলা গড়ে তুলবো। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে।
তিনি বলেন, দুই জেলাসহ ৫২টি উপজেলা ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করতে পেরেছি। আশা করি শিগগিরই সারা দেশকেই ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করতে পারবো। প্রত্যেকটা মানুষের জন্য একটু জমি ও একটা ঘর নিশ্চিত করতে পারব। এটা আমাদের উন্নয়নে সহায়ক হবে।