ক্ষমতা হারানোর ভয়ে বেপরোয়া সরকার : রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, আওয়ামী লীগ মুখে একটা বলে করে আরেকটা। তাদের কথায় ও কাজের সঙ্গে কোনো মিল নেই। ক্ষমতা হারানোর ভয়ে তারা (সরকার) বেপরোয়া হয়ে উঠেছে।
আজ বুধবার নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির জরুরি সভায় তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, আওয়ামী লীগের নেতারা মুখে মুখে ভাল ভাল কথা বললেও দেশ থেকে সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ বিতারিত করেছেন। সরকারের নির্দেশেই বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন ও নেতাকর্মীদের ওপর হামলা করা হয়েছে। এমনকি ইফতার মাহফিলেও হামলা করা হয়েছে। দেশের মানুষ আর সরকারের কথা বিশ্বাস করে না।’
নির্দলীয় নিরপেক্ষ সরকার ছাড়া দেশে আর কোন নির্বাচন হবে না কিংবা হতে দেওয়া হবে না উল্লেখ করে রিজভী বলেন, ‘আন্দোলনের মাধ্যমেই সকল দাবি আদায় করা হবে।’
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে উদ্দেশ্য করে রিজভী বলেন, ‘অগণতান্ত্রিক সরকারের কাছে কোন আবদার নয়, দেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত করতে মানুষ প্রস্তুতি নিচ্ছে। নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে আওয়ামী লীগ ছাড়া সকল রাজনৈতিক দল আজ ঐক্যবদ্ধ।’
খন্দকার মোশাররফ হোসেনের বাসায় হামলাসহ নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবে আগামীকাল বৃহস্পতিবার সমাবেশ সফল করতে এ জরুরি সভা অনুষ্ঠিত হয়। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনুর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, নবী উল্লাহ নবী, তানভীর আহমেদ প্রমুখ।