খণ্ডখণ্ড মিছিল নিয়ে গোলাপবাগ মাঠে আসছেন বিএনপির নেতাকর্মীরা
খণ্ডখণ্ড মিছিল নিয়ে গোলাপবাগ মাঠে আসছেন বিএনপির নেতাকর্মীরা। আজ শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে গণসমাবেশের স্থান নির্ধারণ হওয়ার পরেই নেতাকর্মীরা বিভিন্ন স্থান থেকে মাঠে আসতে শুরু করেন। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন।
এর আগে দুপুরে রাজধানীর গোলাপবাগ মাঠে গণসমাবেশ করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সঙ্গে সমঝোতায় পৌঁছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশ কমিশনারের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ হোসেন। তিনি বলেন, ‘গোলাপবাগ মাঠে গণসমাবেশ করবে বিএনপি।’
এর আগে দুপুরেই রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে গোয়েন্দা প্রধান (ডিবি) হারুন অর রশীদ বলেন, ‘গত আট ডিসেম্বর পল্টন থানায় বিস্ফোরক আইনে একটি মামলা করা হয়েছিল। ওই মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাসকে গ্রেপ্তার দেখানো হয়।’
ইতোমধ্যে পল্টন থানার মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাসকে ঢাকার সিএমএম আদালতে কড়া পুলিশি পাহারায় নেওয়া হয়েছে। তাঁদের কারাগারে আটক রাখার আবেদন করেছে পুলিশ। কিছুক্ষণের মধ্যে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিমের আদালতে এ বিষয়ে শুনানি হবে।