খাগড়াছড়িতে অস্বচ্ছলদের ঈদ উপহার দিল সেনাবাহিনী
খাগড়াছড়ি সেনা রিজিয়ন ঈদুল ফিতর উপলক্ষ্যে অস্বচ্ছলদের মধ্যে উপহারসামগ্রী বিতরণ করেছে।
আজ রোববার মহালছড়ি উপজেলার মানিকছড়ি এলাকার তিন শতাধিক পাহাড়ি বাঙালির মধ্যে এ ঈদ উপহার বিতরণ করা হয়। একই সঙ্গে তাঁদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেওয়া হয়।
খাগড়াছড়ির রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. জাহাঙ্গীর আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সবার হাতে ঈদসামগ্রী তুলে দেন।
এ সময় প্রধান অতিথি বলেন, ‘ধর্ম যার যার, উৎসব সবার। তাই পার্বত্য এলাকায় বসবাসরত পাহাড়ি বাঙালির মাঝে অসাম্প্রদায়িক মেলবন্ধন ছড়িয়ে দিতে আসন্ন ঈদে পাহাড়ি বাঙালিদের মুখে হাসি ফোটানোর জন্য সেনাবাহিনীর পক্ষ থেকে এটি একটি ছোট্ট প্রয়াস।’
মহালছড়ি জোনের সহযোগিতায় ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহালছড়ি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আরাফাত সিদ্দিকী। খাগড়ছড়ি রিজিয়নের স্টাফ অফিসার মেজর মো. জাহাঙ্গীর আলম।
পরে এলাকার দুস্থদের বিনামূল্যে চিকিৎসা দেওয়া হয়।