খাগড়াছড়িতে অস্বচ্ছল পরিবারে আজও ইফতার বিতরণ
খাগড়াছড়িতে করোনায় বিপাকে পড়া অস্বচ্ছল পরিবারের মধ্যে আজও ইফতারের সামগ্রী বিতরণ করা হয়েছে। সকালে জেলার মাটিরাঙ্গা, গুইমারা, মানিকছড়ি ও লক্ষ্মীছড়িসহ চার উপজেলার প্রায় তিন হাজার মানুষের মধ্যে ইফতারসামগ্রী বিতরণ করা হয়। অসহায় এসব পরিবারে ইফতারসামগ্রী তুলে দেন শরণার্থী পুনর্বাসনবিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা।
ইফতারসামগ্রীর মধ্যে রয়েছে ছোলা, তেল, ডাল, আলুসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য। করোনার এ পরিস্থিতিতে ইফতারসামগ্রী পেয়ে খুশি অসহায় পরিবারের সদস্যরা।
এ সময় উপস্থিত ছিলেন পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, সদস্য অ্যাডভোকেট আশুতোষ চাকমা, মেমং মারমা প্রমুখ।
জানা গেছে, পার্বত্য মন্ত্রণালয় ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের যৌথ উদ্যোগে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে জেলায় সাড়ে সাত হাজার পরিবারের মধ্যে এ ইফতারসামগ্রী বিতরণ করা হবে।