খাগড়াছড়িতে ইফতারসামগ্রী বিতরণ
খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় পবিত্র মাহে রমজান উপলক্ষে এবং করোনায় কর্মহীন দরিদ্রদের মধ্যে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ইফতারসামগ্রী বিতরণ করা হয়েছে। আজ শনিবার উপজেলার তিনটি ইউনিয়নের ৭০০ পরিবার মধ্যে এসব ইফতারসামগ্রী বিতরণ করা হলো।
উপজেলার মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ইফতারসামগ্রী দরিদ্রদের হাতে তুলে দেন সংসদ সদস্য শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী, জেলা পরিষদ সদস্য নীলোৎপল খীসা, মং ক্য চিং চৌধুরী, জুয়েল চাকমা, মহালছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি রতন কুমার শীল, সাধারণ সম্পাদক জসীম উদ্দিন, যুবলীগ সভাপতি দীপন ধর, সাধারণ সম্পাদক রেজাউল হক মাসুদ, সেচ্ছাসেবক লীগ সভাপতি লিটন আচার্য্য, সাধারণ সম্পাদক মনির হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক শিক্ষা ও ছাত্র বিষয়ক সম্পাদক রোকন মিয়া, সাবেক আইন বিষয়ক সম্পাদক রিপন ওঝা, উপজেলা ছাত্রলীগ সভাপতি জিয়াউর রহমান, সাধারণ সম্পাদক রনজিত দাশ ও প্রতিটি ইউনিয়নের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেন, ‘করোনার ভয়াবহ পরিস্থিতি উত্তরণে সচেতনতার বিকল্প নেই। তাই সবাইকে সামাজিক দূরত্ব নিশ্চিত, মাস্ক ব্যবহারসহ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।’
কুজেন্দ্র লাল ত্রিপুরা আরও জানান, সরকার দেশ এবং মানুষের কল্যাণে প্রতিটি এলাকার উন্নয়ন ও সেবায় নিয়োজিত রয়েছে। এই কোভিড পরিস্থিতিতেও অসহায় মানুষের জন্য কাজ করে যাচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
কোভিড-১৯ মহামারি উত্তরণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় থেকে পাওয়া প্রধানমন্ত্রীর এই উপহার খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ব্যবস্থাপনায় জেলার প্রতিটি উপজেলায় পর্যায়ক্রমে বিতরণ করা হচ্ছে।
জেলা পরিষদ সূত্রে জানা গেছে, খাগড়াছড়ি জেলার নয় উপজেলা ও তিন পৌরসভার সাড়ে সাত হাজার মানুষের মধ্যে এ উপহারসামগ্রী বিতরণ করা হবে।