খাগড়াছড়িতে গ্রাম আদালত সম্পর্কিত কর্মশালা
গ্রাম আদালতের সংবেদনশীলতা শীর্ষক জেলা পর্যায়ের এক কর্মশালা আজ বৃহস্পতিবার খাগড়াছড়িতে অনুষ্ঠিত হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে ইউএনডিপির সহযোগিতায় বেসরকারি একটি উন্নয়ন সংস্থা এ কর্মশালার আয়োজন করে।
মং সার্কেল চিফ (রাজা) সাচিং প্রু চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. নূপুর কান্তি দাশ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা মতিন, তৃণমূল উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক রিপন চাকমা।
সভায় জানানো হয়, কম সময়ে অল্প খরচে ছোট ছোট বিরোধ নিষ্পত্তি, উচ্চ আদালতে মামলার জট নিরসন এবং পক্ষগুলোর মধ্যে আপস-মীমাংসার জন্য সারা দেশে গ্রাম আদালত কাজ করছেন। পার্বত্য চট্টগ্রামের পথাগত শাসন ব্যবস্থার সঙ্গে সমন্বয় করে তিন পার্বত্য জেলায় গ্রাম আদালত সক্রিয় করতে ইউএনডিপির সহায়তায় হেডম্যান কার্বারিসহ নির্বাচিত জনপ্রতিনিধিদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এটি সক্রিয় ও কার্যকর করা গেলে পাহাড়ি দরিদ্র ও অসহায় মানুষ খুব সহজেই সুবিচার ও আইনি সহায়তা পাবে।
কর্মশালায় জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা, দীঘিনালা উপজেলার হেডম্যান কার্বারি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য এবং সাংবাদিকসহ প্রায় ৪০ জন অংশগ্রহণ করেন।