খাগড়াছড়িতে বিশ্ব জলাতঙ্ক দিবসে টিকা গ্রহণের আহ্বান
সারা দেশের মতো খাগড়াছড়ি পার্বত্য জেলায়ও আজ মঙ্গলবার বিশ্ব জলাতঙ্ক দিবস পালন করা হয়েছে। বিশ্ব জলাতঙ্ক দিবসের এবারের প্রতিপাদ্য ‘জলাতঙ্ক : ভয় নয়, সচেতনতায় জয়’।
মরণব্যাধি জলাতঙ্কের ভয়াবহতা উপলব্ধি, সচেতনা বৃদ্ধি ও প্রতিরোধে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতাল মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ির সিভিল সার্জন ডা. নূপুর কান্তি দাশ।
আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. রিপল বাম্পী চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. নুরুল আফসার, জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপপরিচালক ডা. মো. গোলাম আজম। দিবসটির প্রতিপাদ্য ও করণীয় তুলে ধরেন ডা. রাজস্বী চাকমা।
আলোচনা সভায় বক্তারা মরণব্যাধি জলাতঙ্কের ভয়াবহতা সম্পর্কে সবাইকে সজাগ ও সচেতন হওয়ায় আহ্বান জানিয়ে বলেন, ‘জলাতঙ্কের চিকিৎসা সরকারি হাসপাতালে বিনামূল্যে দেওয়া হয়। জলাতঙ্ক প্রতিরোধে গৃহপালিত কুকুর-বিড়ালকে ভ্যাকসিন দেওয়ার পাশাপাশি স্বাস্থ্য বিভাগ ও প্রাণিসম্পদ বিভাগের পক্ষ থেকে বেওয়ারিশ কুকুরকে গণটিকা দেওয়া হয়।’
স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়, প্রতি মাসে গড়ে জেলা সদর হাসপাতালে কুকুরের কামড়ে আক্রান্ত ১৫০ জনকে টিকা দেওয়া হয়।