খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতির বাসভবনে হামলার অভিযোগ
খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়ার বাসভবনে হামলার অভিযোগ উঠেছে। এ জন্য আওয়ামী লীগকে দায়ী করা হয়েছে। আজ শনিবার সকাল ১০টার দিকে খাগড়াছড়ি জেলা শহরের কলাবাগান এলাকায় এ ঘটনা ঘটে।
বলা হচ্ছে—প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে কটূক্তির প্রতিবাদে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল থেকে এই হামলা চালানো হয়।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার বলেন, ‘ভাঙ্গাব্রিজ এলাকা থেকে আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতাদের নেতৃত্বে একটি মিছিল বের হয়। সেই মিছিল থেকে বিনা উসকানিতে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা কলাবাগান এলাকায় ঢুকে জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভুইয়ার বাসভবন ও আশপাশের বসতবাড়িতে হামলা ও ভাঙচুর করে।’
এম এন আবছার আরও বলেন, ‘এ সময় তারা একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ, একটি কার ও দুটি মোটরসাইকেল ভাঙচুর করে।’
তবে অভিযোগ অস্বীকার করে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী বলেন, ‘ভাঙ্গাব্রিজ এলাকায় মিছিলকারীদের উদ্দেশে ঢিল ছুড়লে পাল্টা জবাবে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় বিএনপির হামলায় ছাত্রলীগের কয়েকজন কর্মী আহত হয়েছেন। তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন।’