‘খালেদা জিয়াকে নিশ্চিত মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে’
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান অভিযোগ করে বলেছেন, ‘খালেদা জিয়াকে অন্যায়ভাবে কারারুদ্ধ করে রাখা হয়েছে আর অবহেলা করে নিশ্চিত মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে। তাঁর সুচিকিৎসাকে বিলম্বিত করে সুচিকিৎসাকেই অস্বীকার করা হচ্ছে।’
নজরুল ইসলাম খান বলেন, ‘জিয়াউর রহমান স্বাধীনতা পদক ঘোষণা করেছেন অথচ তাঁর স্বাধীনতা পুরস্কারের পদক জাদুঘর থেকে সরিয়ে ফেলা হয়েছে। জিয়াউর রহমান দেশের জন্য শহীদ হয়েছেন, আর কবরে তাঁর লাশ আছে কী নেই তা নিয়ে কুতর্ক করা হয়। লুই আই কানের করা জাতীয় সংসদের ডিজাইনে কবর নেই এই যুক্তিতে জিয়াউর রহমানের কবর সরাতে চায়। লুই কানের ডিজাইন পাকিস্তান আমলের, তাই জাতীয় সংসদের ডিজাইন পাকিস্তানের পতাকার আদলে করা।’
আজ শুক্রবার বিকেলে জামালপুরে ফুলবাড়িয়া পুরাতন ঈদগাহ মাঠে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে জেলা বিএনপি আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নজরুল ইসলাম খান এসব কথা বলেন।
জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীমের সভাপতিত্বে গণসমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সহসাংগঠনিক সম্পাদক শরীফুল আলম, জলবায়ুবিষয়ক সম্পাদক মুস্তাফিজুর রহমান বাবুল, সাবেক উপমন্ত্রী সিরাজুল হক, সাবেক সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ মো. ওয়ারেছ আলী মামুন প্রমুখ।
এ সময় বক্তারা অবিলম্বে খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তি দিয়ে সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবি জানান।