খালেদা জিয়াকে নিয়ে বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ বিএনপির
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে পুলিশের আইজিপি ও ঢাকা মহানগর পুলিশ কমিশনারের মন্তব্যের জেরে তাঁদের প্রত্যাহার দাবি করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব বলেন, ‘জনগণের করের টাকায় প্রজাতন্ত্রের কর্মকর্তারা এভাবে দলীয় ক্যাডারদের মতো সাবেক প্রধানমন্ত্রীকে নিয়ে বক্তব্য দিতে পারেন না। অবশ্যই তাঁদের প্রত্যাহার করতে হবে।’
আজ সোমবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী এ দাবি করেন।
রিজভী বলেন, ‘রাষ্ট্রীয়ভাবে স্বাধীনতার ইতিহাস বিকৃতির বহুমাত্রিক কুৎসিত চক্রান্তের মধ্য দিয়ে বিদায় নিয়েছে বাংলাদেশের স্বাধীনতা দিবস। আদালতের রায় আর র্যাব-পুলিশের ভয়ে সন্ত্রস্ত মুক্তিযোদ্ধারা নীরবেই পার করে দিয়েছেন তাঁদের জীবনবাজি রেখে অর্জিত স্বাধীন বাংলাদেশের সুবর্ণজয়ন্তী। জাতির জীবনে বড় নির্মম পরিহাস, মুক্তিযোদ্ধাদের উপেক্ষা করে আওয়ামী দলদাস প্রজাতন্ত্রের আইন প্রয়োগকারী বাহিনী এখন জাতিকে স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের ইতিহাস শোনাচ্ছে।’
রুহুল কবির রিজভী আরও বলেন, ‘গত ২৬ মার্চ রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন আয়োজিত অনুষ্ঠানে পুলিশপ্রধান এবং তাঁরই অধস্তন ঢাকা মহানগর পুলিশপ্রধান যে ঔদ্ধত্যপূর্ণ শিষ্টাচারবর্জিত অশালীন ও রাজনৈতিক প্রতিহিংসামূলক বক্তব্য দিয়েছেন, তাতে গোটা দেশবাসী হতবাক।’
বিএনপির এ নেতা বলেন, ‘পুলিশ আয়োজিত অনুষ্ঠানে, বিশেষ করে এক্সটেনশন সার্ভিসে থাকা ঢাকা মহানগর পুলিশ কমিশনার সাবেক প্রধানমন্ত্রী এবং দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী, দেশনেত্রী খালেদা জিয়াকে নিয়ে যে মন্তব্য করেছেন, তা চরম মাত্রাজ্ঞানহীন আচরণ ছাড়া আর কিছুই নয়।’
রুহুল কবির রিজভী আরও বলেন, রাজারবাগের একই অনুষ্ঠানে পুলিশের আইজি বাংলা-ইংরেজি মিলিয়ে তীব্র রোষ নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য ভাষায় দেশের আপামর গণতন্ত্রকামী মানুষকে ধমক দিয়েছেন। তাচ্ছিল্যভরে নানা কটূ মন্তব্য করেছেন।’