খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মতামত পাঠাল আইন মন্ত্রণালয়
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ নেওয়ার আবেদনের বিষয়ে আইন মন্ত্রণালয়ের মতামত আজ রোববার সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তবে সেখানে কী মতামত দিয়েছে আইন মন্ত্রণালয়, সে বিষয়ে জানা যায়নি।
আইন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ড. মো. রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেছেন। তবে, আইন মন্ত্রণালয়ের দেওয়া অভিমত কি ছিল সে বিষয়ে কিছু জানাননি।
এর আগে গত শনিবার আইনমন্ত্রী আনিসুল হক বলেছিলেন, ‘আমরা মতামতের নথি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়ে দেব. তারা এ বিষয়ে সিদ্ধান্ত জানাবে।’
বিএনপির চেয়ারপারসনকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিতে গত বুধবার আবেদন করেন তাঁর ভাই শামীম ইস্কান্দর। এর পর ওইদিন রাত ১১টায় আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিবের কাছে আসে আবেদনটি।
এদিকে, রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। গতকাল শনিবার রাত ১টার দিকে তাঁর করোনা নেগেটিভ হওয়ার বিষয়টি নিশ্চিত করেন মেডিকেল টেকনোলজিস্ট মোহাম্মদ সবুজ, যিনি প্রথম ও দ্বিতীয় দফায়ও খালেদা জিয়ার করোনা পরীক্ষার নমুনা সংগ্রহ করেছিলেন।