‘খালেদা জিয়াকে বিদেশে যাওয়ার অনুমতির আইনগত সুযোগ নেই’
আইন বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, ‘বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দেওয়ার আইনগত সুযোগ নেই। ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারায় খালেদা জিয়ার সাজা স্থগিত করে চিকিৎসার জন্য তাঁকে শর্তসাপেক্ষে মুক্তি দেওয়া হয়েছে। একই সুযোগ তিনি আবারও পাবেন না।’
আজ বৃহস্পতিবার জাতীয় সংসদের অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে আইনমন্ত্রী এসব কথা বলেন।
এর আগে বিএনপির সংসদ সদস্য জি এম সিরাজ পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার অনুমতির দাবি জানান।
জিএম সিরাজের এ বক্তব্যের জবাবে আইনমন্ত্রী আরও বলেন, ‘আইন মোতাবেক ৪০১ ধারায় কোনো বিষয়ে নিষ্পত্তির পর আবার সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কোনো সুযোগ নেই।’