খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে : নজরুল ইসলাম খান
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ‘আপনাদের সহযোগিতায় দেশের গণমানুষের হারানো গণতান্ত্রিক অধিকার দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে ফিরিয়ে দিব।
নজরুল ইসলাম খান আরও বলেন, ‘‘নয় বছর আপোসহীন লড়াই করে জনগণের আপোসহীন নেত্রী হয়েছেন। আজ তিনি মিথ্যে মামলায় কারাগারে বন্দি।
আমরা তাকে মুক্ত করতে চাই তার উন্নত চিকিৎসার জন্য। মেডিকেল বোর্ড বলেছে, ‘খালেদা জিয়ার উন্নত চিকিৎসা দরকার যা দেশে নাই।’ তাকে যেতে দেওয়া হচ্ছে না। কারো চিকিৎসায় বাধা দেওয়া হলে সেটা কি তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া নয়? দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী উন্নত চিকিৎসার জন্য বিদেশ যেতে পারেন দেশনেত্রী খালেদা জিয়া যেতে পারেন না।’’
আজ মঙ্গলবার বিকেলে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত ময়মনসিংহে বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নজরুল ইসলাম এসব কথা বলেন।
বিএনপির পক্ষ থেকে সমাবেশের স্থান রেলওয়ে কৃষ্ণচুড়া চত্বরের জন্য আবেদন করা হলেও পুলিশ প্রশাসন দলীয় অফিসে সমাবেশ করার অনুমতি দিয়েছে। সমাবেশের শুরুতে কোরআন তেলাওয়াত ও দোয়া করা হয়।
সমাবেশে মহানগর বিএনপির সভাপতি অধ্যাপক এ কে এম শফিকুল ইসলামের সভাপতিত্বে আরও বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সহসাংগঠনিক সম্পাদক শরীফুল আলম ও ওয়ারেস আলী মামুন, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ডা. মাহবুবুর রহমান লিটন, যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন বাবলু প্রমুখ।
এছাড়া জামালপুর জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য ডা. রুবেল, সাধারণ সম্পাদক শামীম তালুকদার, নেত্রকোনা জেলা বিএনপির আহ্বায়ক ডা. আনোয়ারুল হক, সদস্য সচিব ডা. রফিকুল ইসলাম হেলালী, কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজার ইসলাম, শেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলী, সাবেক সাংসদ শাহ শহীদ সারোয়ার, আব্দুল বারী ডেনি, ময়মনসিংহ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী, কাজী রানা, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম, ফখরুদ্দিন আহমেদ বাচ্চু, উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল বাসার আকন্দ, কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি আব্দুল খালেক হাওলাদারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা বক্তব্য দেন।
সমাবেশ পরিচালনা করেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক জাকির হোসেন বাবলু, মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ ও উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার প্রমুখ।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির কার্যালয়ের সামনে সমাবেশে জেলার বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে আসেন।
ময়মনসিংহ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডা. মোফাখারুল ইসলাম রানার নেতৃত্বে গফরগাঁও থেকে একটি মিছিল সমাবেশ স্থলে পৌঁছে। মিছিলে গফরগাঁও বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।