খালেদা জিয়ার বিদেশ যাওয়ার বিষয়টি আইনগত : হানিফ
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, ‘চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশ নেওয়ার বিষয়টি আইনগত। তিনি সাজাপ্রাপ্ত আসামি হওয়ায় তাঁর বিদেশ যাওয়ার সিদ্ধান্ত নেবেন আদালত ও কারা কর্তৃপক্ষ।’
আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে কুষ্টিয়ায় মোহিনীমিল মাঠে করোনায় কর্মহীন হয়ে পড়া কয়েক হাজার মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণকালে হানিফ সাংবাদিকদের এ কথা বলেন।
এ সময় ‘সরকারের উদাসীনতা, অযোগ্যতায় করোনা নিয়ন্ত্রণের বাইরে এবং প্রণোদনা নিয়েও অনিয়ম হচ্ছে’ বিএনপি মহাসচিবের এমন অভিযোগ প্রসঙ্গে মাহবুব উল আলম হানিফ বলেন, ‘মির্জা ফখরুল ইসলাম আলমগীরদের কাজই সরকারের সমালোচনা ও মিথ্যাচার করা। কোনো ভালো কাজই তাদের চোখে পড়ে না। করোনা দুর্যোগ নিয়েও তারা মিথ্যাচার করে যাচ্ছে। যেখানে বিশ্বের উন্নত দেশগুলো হিমশিম খাচ্ছে, সেখানে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অত্যন্ত দক্ষতার সঙ্গে সরকার, চিকিৎসক এবং বিশেষজ্ঞরা মিলে করোনা মোকাবিলা করতে সক্ষম হয়েছে।’
মাহবুব উল আলম হানিফ বলেন, ‘বাইরের দেশগুলোর তুলনায় আমরা অনেক ভালো অবস্থায় আছি। এটা মির্জা ফখরুলদের মুখ দেখে আসেনি, এটা সরকার এবং প্রধানমন্ত্রীর বিচক্ষণতার কারণেই সম্ভব হয়েছে।’
সরকারের সমালোচনা করে জনসমর্থন পাওয়ার এই পথ বর্জনের আহ্বান জানান আওয়ামী লীগের এ নেতা।
এ সময় কুমারখালী-খোকসা আসনের সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জ ও কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। জেলার ব্যবসায়ীদের সহযোগিতায় এই খাদ্য সহায়তা দেওয়া হয়।