খালেদা জিয়ার মুক্তি সময়ের ব্যাপার : মির্জা আব্বাস
‘খালেদা জিয়ার মুক্তি সময়ের ব্যাপার। আপনাদের আন্দোলনে চাপের মুখে সরকার খালেদা জিয়াকে মুক্তি দিবে বাধ্য হবে’ জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘আমরা বৃহত্তর সংগ্রামের মধ্যে আছি। এই দেশের মাটি, মানুষকে রক্ষা করতে হবে। মানুষের ভোটের অধিকার রক্ষা করতে হবে।’
মুক্তি পাওয়ার পর আজ সোমবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এসে মির্জা আব্বাস দলের নেতাকর্মীদের উদ্দেশে এসব কথা বলেন।
মির্জা আব্বাস বলেন, ‘১০ তারিখে মিটিং হবে। আমাদের জায়গা দেওয়া হলো বাংলা কলেজ। আমরা ওখানে সমাবেশে রাজি হয়নি। আমাদের কমলাপুরে স্টেডিয়ামে করতে বলা হলো। আমরা একটা বিভাগীয় সমাবেশে করতে চেয়েছিলাম। তারা মনে করেছিল আমরা নাকি বসে পড়বো। কালশি, মিরপুর করে সময় নেওয়া হলো। আমরা বললাম সোহরাওয়ার্দীতে ও বাংলা কলেজে একটা মাত্র গেইট। পরে প্রস্তাব দিলাম গোলাপবাগ মাঠ। সরকার চেয়েছিল আমরা যেন পল্টনেই সমাবেশ করি। তারা ভেবেছিল মারামারি করে আমাদের উঠিয়ে দিবে। আমাদের অপরাধ সরকারকে সংঘর্ষ করার সুযোগ দিলাম না।’
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘জেল থেকে দেখেছি আপনারা বিশাল সমাবেশ করেছেন। আমরা কোথায় থাকলাম এটা বিষয় নয়। বিএনপির কর্মীরাই বিএনপিকে এগিয়ে নিয়ে যাবে। শান্তিপূর্ণ পরিবেশে আমরা কর্মসূচি পালন করতে চাই। বিএনপি গণতান্ত্রিক দল। আমরা কোনো সংঘাত চাই না। শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতে চাই। খালেদা জিয়ার মুক্তি সময়ের ব্যাপার। আপনাদের আন্দোলনে চাপের মুখে সরকার খালেদা জিয়াকে মুক্তি দিবে বাধ্য হবে।’