খালেদা জিয়ার সুস্থতা কামনায় দুস্থদের মধ্যে খাবার বিতরণ
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় রাজধানীর নয়াপল্টনে পবিত্র কোরআন খতম এবং হাইকোর্টের মাজার প্রাঙ্গণে দুস্থদের মধ্যে খাবার বিতরণ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তিনি দলের চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য দোয়া প্রার্থনা করেন।
আজ রোববার দুপুরে যুবদলের কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক সোহেল আহমেদের উদ্যোগে দুস্থদের মধ্যে এ খাবার বিতরণ করেন তিনি।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম, যুবদলের কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক সোহেল আহমেদ ছাত্রদল নেতা রাজু আহমেদ প্রমুখ।