খালেদা জিয়া করোনার দ্বিতীয় ডোজ টিকা নেবেন বুধবার
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আগামীকাল বুধবার করোনাভাইরাসের দ্বিতীয় ডোজের টিকা গ্রহণ করবেন। রাজধানীর শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে এ টিকা নেবেন তিনি। এজন্য প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিতে ঢাকা মহানগর পুলিশ কমিশনার (ডিএমপি) বরাবর চিঠি দিয়েছে বিএনপি।
বিএনপির চেয়ারপারসনের গণমাধ্যম শাখার কর্মকর্তা শায়রুল কবির খান আজ মঙ্গলবার রাতে এনটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আগামীকাল বুধবার শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে গিয়ে করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নেবেন চেয়ারপারসন খালেদা জিয়া। এ জন্য ডিএমপি কমিশনার বরাবরে নিরাপত্তার জন্য চিঠি দেওয়া হয়েছে।
খালেদা জিয়ার একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তারের পাঠানো চিঠিতে বলা হয়েছে, দেশনেত্রী খালেদা জিয়ার দ্বিতীয় ডোজ করোনার টিকা গ্রহণের জন্য শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে বুধবার দুপুর ২টার সময় নির্ধারণ করা হয়েছে। গুলশানের নিজ বাসভবন থেকে হাসপাতালে যাওয়া-আসার সময় খালেদা জিয়ার সার্বিক নিরাপত্তাসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বিশেষ অনুরোধ জানাচ্ছি।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গত ১০ এপ্রিল করোনাভাইরাসে আক্রান্ত হন। ২৭ এপ্রিল তাঁকে এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ৫৪ দিন পর ১৯ জুন তিনি গুলশানের বাসায় ফেরেন। একমাস পর ১৯ জুলাই তিনি করোনা টিকার প্রথম ডোজ নেন।