খাল দখলমুক্ত করতে বাগেরহাটের রামপালে অভিযান
বাগেরহাটের রামপালে সরকারি খাল দখলমুক্ত ও অবৈধ বাঁধ অপসারণের কাজ শুরু হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কবীর হোসেন আজ শনিবার দিনভর উপজেলার বিভিন্ন খাল দখলমুক্ত ও বাঁধ অপসারণের অভিযান চালান। এ সময় তাঁর সঙ্গে ছিলেন মল্লিকের বেড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তালুকদার সাবির আহমেদ।
আজ অভিযানে ওই ইউনিয়নের হেতালমারী খাল, বড় ভাইজোড়া খাল, ছোটভাই জোড়া খাল, কৈয়ার খাল, ফুলতলার খাল, বরইতলার খাল, ময়েন্দাখালীর খাল ও পুঁটিমারীসহ ৮টি খালের বেশ কয়েকটি বাঁধ অপসারণ করা হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কবীর হোসেন এনটিভি অনলাইনকে বলেন, ‘নদী-খাল দখল ও দূষণ বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। দখলবাজেরা যতই শক্তিশালী হোক কাউকে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না।’