খুনের মামলায় জামিন, বের হয়ে পুনরায় খুন!
খুন-ডাকাতিসহ ১০ মামলার প্রধান আসামি আবু তাহের দীর্ঘদিন কারাগারে ছিলেন। তিন মাস আগে কারাগার থেকে জামিনে বের হয়ে কক্সবাজারের এক ওয়ার্ড কাউন্সিলরের ছেলে শাহজাহান সেজানকে খুন করেন বলে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) দাবি করেছে। আজ মঙ্গলবার ভোরে ঢাকার সাভার থেকে আবু তাহেরকে গ্রেপ্তার সিআইডি।
আজ মঙ্গলবার রাজধানীর মালিবাগে সিআইডির প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান সিআইডির বিশেষ পুলিশ সুপার মুক্তা ধর।
গ্রেপ্তারকৃত আবু তাহের হত্যা, ডাকাতি ও মাদক মামলার এজাহারভুক্ত আসামি উল্লেখ করে মুক্তা ধর বলেন, ‘২০১৫ সালের ২৩ জুলাই আবু তাহের ডাকাতি করে পালানোর সময় টুরিস্ট পুলিশের কনস্টেবল পারভেজকে ছুরিকাঘাত করেন। পরবর্তীতে পারভেজকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। আসামি আবু তাহের তিন মাস আগে ওই খুনসহ ডাকাতি মামলায় জামিনে মুক্তি পান।’
সিআইডির বিশেষ পুলিশ সুপার বলেন, জামিনে মুক্তি পেয়ে গত ১৬ আগস্ট সকালে কক্সবাজার পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নূর মোহাম্মদের ছেলে শাহজাহান সেজানকে খুন করেন আবু তাহের। মাদক ব্যবসা ও সেবনের ঘটনাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জের ধরে কক্সবাজার বৌদ্ধ বিহারের মাঠে ওই ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের পরিবার ১৭ আগস্ট কক্সবাজার সদর থানায় একটি হত্যা মামলা করে।’
গ্রেপ্তারকৃত আবু তাহের প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছেন। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান মুক্তা ধর।