খুলনার চার কোভিড হাসপাতালে ২২ মৃত্যু
গত ২৪ ঘণ্টায় খুলনার চারটি হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন একজন উপসর্গ নিয়ে এবং করোনায় আক্রান্ত হয়ে ২১ জনের মৃত্যু হয়েছে। এক দিনে খুলনায় করোনা করোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন সর্বাধিক রোগীর মৃত্যুর ঘটনা এটি।
এক দিনে খুলনা মেলিকেল কলেজ হাসপাতালে ১৬৫ জনের নমুনা পরীক্ষা করে ১০২ জনের শরীরে করোনা শনাক্ত হয়। এতে শনাক্তের হার দাঁড়িয়েছে ৬৩ শতাংশ।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ও করোনা ডেডিকেটেড ইউনিটের মুখপাত্র ডা. সুহাস রঞ্জন হালদার জানান, গত ২৪ ঘণ্টায় করোনার উপসর্গ নিয়ে ইয়োলো জোনে চিকিৎসাধীন একজন এবং করোনায় আক্রান্ত হয়ে রেড জোনে চিকিৎসাধীন ৯ জনের মৃত্যু হয়েছে। করোনায় আক্রান্ত হয়ে মৃতদের মধ্যে খুলনার তিন জন যথাক্রমে নারায়ণ চন্দ্র (৮০), রুমানা বেগম (৭১), ও ঝর্না বেগম (৬০), বাগেরহাটের সুনিল রায় (৭৫) ও আ. হামিদ (৭৫), যশোরের ঝুমুর বেগম (৪৫), সুশান্ত কুন্ঠ (৫৫) ও শরিফা (২৭) এবং নড়াইলের বোরহান (৪৫)।
গাজী মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ডা. গাজী মিজানুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় তাঁর হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় পাচঁ জন মৃতের মধ্যে চার জন খুলনার। এরা হলেন আব্দুল হাই (৬৭), নাসরিন আরা বেগম (৪৫), উম্মে কুলসুম (৭০) ও নাসিমা বেগম (৪৬)। বাকি একজন নড়াইলের লুৎফর রহমান (৫৫)।
খুলনা সদর হাসপাতালের চিকিৎসক কাজী রাশেদুল জানান, সেখানে মারা যাওয়া পাঁচ জনের মধ্যে দুজন খুলনার। তাঁরা হলেন আকলিমা (৭৫) ও রেজাউল (৭০)। এ ছাড়া বাগেরহাটের প্রভু নাথ (৫০) ও রুহিকরন (৬০) এবং যশোরের পদ্মরানী (৬৪) করোনায় আক্রান্ত হয়ে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
অপরদিকে, শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের চিকিৎসক প্রকাশ দেবনাথ জানান, তাঁদের হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় খুলনার দুজন মারা গেছেন। তাঁরা হলেন আব্দুল মজিদ শেখ (৬৫) ও আ. হালিম।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ভাইস প্রিন্সিপাল ডা. মেহেদী নেওয়াজ জানান, গতকাল মঙ্গলবার তাঁদের পিসিআর মেশিনে মোট ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে যার মধ্যে পজিটিভ এসেছে ১১১ জনের। শনাক্তের হার দাঁড়িয়েছে ৫৯ শতাংশ। এর মধ্যে খুলনার ১৬৫টি নমুনার মধ্যে ১০২ জনের করোনা পজিটিভ এসেছে। শনাক্তের হার বিবেচনায় যা ৬৩ শতাংশ।