খুলনার চার হাসপাতালে করোনায় আরও ১৬ জনের মৃত্যু
খুলনার চারটি হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ১৬ জনের মৃত্যু হয়েছে। তারা সবাই করোনা পজিটিভ ছিলেন।
খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) এবং করোনা ডেডিকেটেড হাসপাতালের মুখপাত্র ডা. সুহাস রঞ্জন হালদার জানিয়েছেন, হাসপাতালটির করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় সাতজনের মৃত্যু হয়েছে। তারা হলেন খুলনার আইয়ুব আলী (৫৫), আবদুল খালেক (৯১), ইরিন সুলতানা (৩৬), মো. আলী আজগার (৬৫), আবুল হোসেন (৬৫), আব্দুল হাই (৭৫) ও পিরোজপুরের মোশারেফ হোসেন (২৫)।
খুলনার বেসরকারি গাজী মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ডা. গাজী মিজানুর রহমান জানান, হাসপাতালটিতে গত ২৪ ঘণ্টায় করোনায় পাঁচজনের মৃত্যু হয়েছে। তারা হলেন খুলনার মকবুল হোসেন (৬৫), রোজিনা ফাতেমা (২৮), যশোরের মর্জিনা রহমান (৫৫), বারিছুন্নেছা (৬০) ও চুয়াডাঙ্গার রহিমা খাতুন (৫৫)।
শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের মুখপাত্র ডা. প্রকাশ দেবনাথ জানান, এ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু হয়েছে। তারা হলেন খুলনার আলেয়া বেগম (৬৬), রোকেয়া বেগম (৬০) ও আবদুল আজিজ (৮০)।
খুলনার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মুখপাত্র ডা. কাজী রাশেদুল জানিয়েছেন, হাসপাতালটিতে গত ২৪ ঘণ্টায় আসমা বেগম (৪০) নামের খুলনার ডুমুরিয়া উপজেলার এক নারীর মৃত্যু হয়েছে।
অপরদিকে, খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।