খুলনার তিন হাসপাতালে করোনা ও উপসর্গে ১০ জনের মৃত্যু
খুলনার তিন হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় করোনা পজিটিভ অবস্থায় সাত জন এবং করোনার উপসর্গ নিয়ে তিন জনসহ মোট ১০ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালগুলোর মুখপাত্ররা আজ বৃহস্পতিবার সকালে এ তথ্য জানিয়েছেন।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ডা. সুহাষ রঞ্জন হালদার জানান, এই হাসপাতালের ১৩০ শয্যার করোনা ইউনিটে আজ সকাল পর্যন্ত রোগী রয়েছে ১৯৮ জন। এর মধ্যে রেড জোনে ১০৫ জন, ইয়েলো জোনে ৪৫, নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ২০, এবং হাই ডিপেনডেন্সি ইউনিটে (এইচডিইউ) ২৮ জন রয়েছে। চিকিৎসাধীন অবস্থায় এখানে তিন জন করোনার উপসর্গ নিয়ে এবং পাঁচ জন করোনা পজিটিভ অবস্থায় হয়ে মারা গেছে। করোনা পজিটিভ নিয়ে মৃতদের মধ্যে খুলনার চার জন, যথাক্রমে আনোয়ারা বেগম (৫০), কাজী সাইফুল্লাহ (৫২), নজরূল (৭০) ও সুচিত্র রানী (৫৮) এবং বাগেরহাটের অমিত চক্রবর্তী (৩৪)।
এ ছাড়া খুলনা গাজী মেডিকেল কলেজ হাসপাতালের ডা. গাজী মিজানুর রহমান জানান, তাঁদের হাসপাতালে করোনা ইউনিটে ৯৩ জন রোগী চিকিৎসাধীন। এর মধ্যে বাগেরহাটের বিল্পব মণ্ডল (৩৫) নামের একজন মারা গেছেন।
আর, খুলনা সদর হাসপাতালের করোনা ইউনিটপ্রধান ডা. কাজী রাশিদুল জানান, সেখানে মোট ৭০ জন রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় বাগেরহাটের তিমির ঘোষ (৫০) নামের একজন মারা গেছেন।
এদিকে, খুলনা সিভিল সার্জন অফিস সূত্র জানিয়েছে—গত ২৪ ঘণ্টায় খুলনায় মোট ৮৮৭ জনের নমুনা পরীক্ষা করে ২৪২ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৮ শতাংশ।
খুলনা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা এস এম আতিয়ার রহমান জানান, করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় স্বাস্থ্য বিভাগের অনুরোধে আজ বৃহস্পতিবার থেকে বিশ্ববিদ্যালয়ের ল্যাবের পিসিআর মেশিনে করোনার নমুনা পরীক্ষা হবে। সেখানে প্রতিদিন ৯৯টি নমুনা পরীক্ষা করা যাবে। এর আগে খুলনা মেডিকেল কলেজ পিসিআর মেশিনে শুধু করোনার নমুনা পরীক্ষা করা হতো।