খুলনায় করোনায় সাতজনের মৃত্যু
খুলনায় গত ২৪ ঘণ্টায় করোনা পজিটিভ নিয়ে সাতজন মৃত্যুবরণ করেছে। করোনা চিকিৎসার জন্য অনুমোদিত পাঁচটি হাসপাতালের চারটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই সাতজন মৃত্যুবরণ করে।
খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালের মুখপাত্র ডা. সুহাস রঞ্জন হালদার জানান, গত ২৪ ঘণ্টায় করোনায় চিকিৎসাধীন অবস্থায় তিনজন মৃত্যুবরণ করেছে। তারা হলেন, খুলনার সুবুর মোড়ল (৫৫) সেলিনা বেগম (৫০) এবং চট্টগ্রামের হাবিবুল্লাহ (৭০)।
গাজী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ডা. গাজী মিজানুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় দুজন করোনায় মৃত্যুবরণ করেছেন। তারা হলেন খুলনার রহিমা খাতুন (৭২) এবং ঝিনাইদহের মোসাম্মদ রহিমা (৬৪)।
শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের মুখপাত্র ডা. প্রকাশ চন্দ্র জানান, গত ২৪ ঘণ্টায় সেখানে সামছুল হক (৭২) নামের একজন মৃত্যুবরণ করেছে।
খুলনা সদর হাসপাতালের মুখপাত্র ডা. কাজী রাশেদুল জানান, গত ২৪ ঘণ্টায় সেখানে শেখ আবুল হোসেন (৫৬) নামের একজন মারা গেছেন।
খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে কোনো মৃত্যু নেই।
অনেকদিন ধরে খুলনা করোনার হটস্পট থাকার পর জুলাই মাসের শেষ সপ্তাহে করোনা সংক্রমণ ও মৃত্যু কিছুটা কমেছে।