খুলনায় করোনা ইউনিটে আরও ১৯ জনের মৃত্যু
খুলনার চারটি হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ১৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১৪ জনের করোনা শনাক্ত করা হয়েছে। অপর পাঁচজন মারা গেছে উপসর্গ নিয়ে।
খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) এবং করোনা ডেডিকেটেড হাসপাতালের মুখপাত্র ডা. সুহাস রঞ্জন হালদার জানিয়েছেন, হাসপাতালটির করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পাঁচজনের করোনা শনাক্ত হয়েছে। অপর পাঁচজন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ছাড়া হাসপাতালের রেড জোনে ১৩০ জনসহ মোট ১৯৫ জন রোগী চিকিৎসা নিচ্ছে।
করোনা ডেডিকেটেড হাসপাতালে করোনায় মারা যাওয়া পাঁচজন হলেন আফজাল হোসেন (৫০), সামাদ শেখ (৭৭), গাজী সামছুর রহমান (৮৪), সুমি (২২) ও বাগেরহাটের সমাছুজ্জামান (৪৭)।
খুলনার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মুখপাত্র ডা. কাজী রাশেদুল জানিয়েছেন, হাসপাতালটিতে গত ২৪ ঘণ্টায় চারজন করোনা রোগীর মৃত্যু হয়েছে। তারা হলেন খুলনার কালাম সরদার (৭৮), তাসলিমা (৪৫), সৈয়ম মুজিবুর রহমান (৮০) ও চিত্তরঞ্জন মণ্ডল (৮০)। এই হাসপাতালে মোট ৭৬ জন করোনা রোগী চিকিৎসা নিচ্ছে।
খুলনার বেসরকারি গাজী মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ডা. গাজী মিজানুর রহমান জানান, হাসপাতালটিতে গত ২৪ ঘণ্টায় করোনা পজিটিভ চার রোগীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে তিনজন খুলনার ও একজন বাগেরহাটের বাসিন্দা। এই হাসপাতালে মোট ১২৯ জন করোনা রোগী চিকিৎসাধীন।
এ ছাড়া শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের মুখপাত্র ডা. প্রকাশ দেবনাথ জানান, হাসপাতালটির করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আলমগীর মল্লিক (৬৫) নামের খুলনার এক বাসিন্দার মৃত্যু হয়েছে। বর্তমানে হাসপাতালটিতে ৪৫ জন করোনা রোগী চিকিৎসা নিচ্ছে।
এদিকে, খুলনা মেডিকেল কলেজের (খুমেক) ভাইস প্রিন্সিপাল ডা. মেহেদী নেওয়াজ জানান, গত ২৪ ঘণ্টায় পিসিআর মেশিনে মোট ৩৭৬টি নমুনা পরীক্ষায় ২০৩ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৫৩ দশমিক ৯৯ শতাংশ। এর মধ্যে খুলনার ৩৪৩টি নমুনা পরীক্ষায় ২০২ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৫৮ দশমিক ৮৯ শতাংশ।