খুলনায় করোনা ইউনিটে আরও ২২ জনের মৃত্যু
খুলনার চারটি হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় ২২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ২১ জনের করোনা শনাক্ত করা হয়েছিল। অপর একজন করোনার উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
খুমেক হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) এবং করোনা ডেডিকেটেড হাসপাতালের মুখপাত্র ডা. সুহাস রঞ্জন হালদার জানিয়েছেন, হাসপাতালটিতে গত ২৪ ঘণ্টায় আট জন রেড জোনে এবং এক জন ইয়েলো জোনে মারা গেছেন। এর মধ্যে রেড জোনে করোনা পজিটিভ রোগীরা ভর্তি হন। এ ছাড়া করোনার উপসর্গ নিয়ে রোগীরা ভর্তি হন ইয়েলো জোনে। রেড জোনে মারা যাওয়া আট জন হলেন খুলনার মকবুল (৮০), নিলুফা (৫৫), মাহবুব (৫৫), দিপক (৬২), রাজিব (২৮), আবদুর রহিম (৬৫), বাগেরহাটের মেহেরুন্নেছা (৫৩) ও শুকলা (২৮)।
অন্যদিকে, বেসরকারি গাজী মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ডা. গাজী মিজানুর রহমান জানিয়েছেন, করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় হাসপাতালটিতে আট জনের মৃত্যু হয়েছে। তাঁরা হলেন খুলনার শারমিন আক্তার (৬২), আব্দুল কাদের (৬১), যশোরের নুরজাহান (৭৫), দুলাল চন্দ্র, বাগেরহাটের সুভাষ দত্ত (৬১), চুয়াডাঙ্গার আবদুর রশিদ (৪৫), পিরোজপুরের সখিনা বেগম (৬৫) ও নড়াইলের নাসিমা বেগম (৫৬)।
খুলনার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মুখপাত্র ডা. কাজী রাশেদুল জানিয়েছেন, করোনায় হাসপাতালটিতে আরও দুজন মারা গেছেন। তাঁরা হলেন খুলনার আনসার শেখ (৬০) ও আমেনা বেগম (৮০)।
অপরদিকে, শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের চিকিৎসক প্রকাশ দেবনাথ জানান, হাসপাতালটির করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিন জন মারা গেছেন। তাঁরা হলেন খুলনার আবুল বাসার মোল্লা (৪৬), রিজিয়া বেগম (৬৫) ও ঝিনাইদহের সিরাজুল ইসলাম।
খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের ভাইস প্রিন্সিপাল ডা. মেহেদী নেওয়াজ জানান, গতকাল বুধবার ৩৭৪টি নমুনা পরীক্ষা করে ১৬২ জনের করোনা শনাক্ত করা হয়েছে। এর মধ্যে খুলনার ২৬২ জনের মধ্যে ১১৮ জনের করোনা শনাক্ত করা হয়। শনাক্তের হার ৪৫ দশমিক শূন্য ৩ শতাংশ।