খুলনায় করোনা ইউনিটে আরও ২৭ জনের মৃত্যু
খুলনার চারটি হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ২৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ২৩ জনের করোনা শনাক্ত করা হয়েছে। এ ছাড়া অপর চার জন মারা গেছেন উপসর্গ নিয়ে। খুলনায় করোনায় ও উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় এখন পর্যন্ত এটিই সর্বাধিক মৃত্যুর সংখ্যা।
এর মধ্যে খুলনার বেসরকারি গাজী মেডিকেল কলেজ হাপাতালের চেয়ারম্যান ডা. গাজী মিজানুর রহমান জানান, হাসপাতালটিতে গত ২৪ ঘণ্টায় করোনা পজিটিভ ১০ রোগীর মৃত্যু হয়েছে। তাঁরা হলেন খুলনার বিষ্ণু মণ্ডল (৪৩), মর্জিনা বেগম (৬৫), আবদুল হাকিম (৪৫), আবেদা (৬৫) রুবিনা (৫০), সেলিম শিকদার (৫৮), মোস্তফা (৪০), যশোরের কুলসুম বেগম (৭০), ফাতেমা (৭৫) ও আনোয়ার (৪৫)। এই হাসপাতালে ২৪ ঘণ্টায় এটিই সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা।
খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) এবং করোনা ডেডিকেটেড হাসপাতালের মুখপাত্র ডা. সুহাস রঞ্জন হালদার জানিয়েছেন, হাসপাতালটির করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ১১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সাত জনের করোনা শনাক্ত হয়েছে। অপর চার জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। হাসপাতালের রেড জোনে বর্তমানে ১২৬ জন রোগীসহ মোট ১৮৫ জন চিকিৎসাধীন।
করোনা ডেডিকেটেড হাসপাতালে করোনায় মারা যাওয়া সাত জন হলেন খুলনার বাবুল মোল্লা (৫০), হোসনে আরা (৫৫), আবুল কালাম আজাদ (৪৫), রোকেয়া (৬০), যশোরের জুলেখা (৫৭), বাগেরহাটের কুদ্দস মণ্ডল (৭৮) ও নড়াইলের পুস্পনরানি (৬৫)।
খুলনার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মুখপাত্র ডা. কাজী রাশেদুল জানিয়েছেন, হাসপাতালটিতে গত ২৪ ঘণ্টায় পাঁচ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। তাঁরা হলেন খুলনার মমতাজ (৩৫), মোজাফফর শেখ (৬০), শামীম আরা (৬০), হানিফ মোড়ল (৬৫) ও নড়াইলের রোমেসা (৭৫)।
এ ছাড়া শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের মুখপাত্র ডা. প্রকাশ দেবনাথ জানান, হাসপাতালটিতে গত ২৪ ঘণ্টায় করোনায় বাগেরহাটের ইউনুস আলী (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।