খুলনায় করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় ১২ জনের মৃত্যু
খুলনার দুই হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে আরও ১২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় সাত জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ছয় জন করোনা পজিটিভ হয়ে রেড জোনে এবং একজন উপসর্গ নিয়ে ইয়েলো জোনে চিকিৎসাধীন ছিলেন। খুমেক হাসপাতালের মুখপাত্র ডা. সুহাস রঞ্জন হালদার এ তথ্য নিশ্চিত করেছেন।
অন্যদিকে, করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বেসরকারি গাজী মেডিকেল কলেজ হাসপাতালে পাঁচজনের মৃত্যু হয়েছে। হাসপাতালটির চেয়ারম্যান ডা. মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
করোনায় আক্রান্ত হয়ে খুলনা মেডিকেলে যাদের মৃত্যু হয়েছে তাঁরা হলেন খুলনার ইদ্রিস আলী (৫৮), বাগেরহাটের মোকসেদুর রহমান (৭৬), আলী আকবর (৫৫), যশোরের নাসিমা (৪৫), আম্বিয়া (৪০) ও মাগুরার বিকাশ কুমার (৫০)।
খুলনা জেলার সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ জানান, গত ২৪ ঘণ্টায় খুলনায় মোট ৭৯৮ জনের নমুনা পরীক্ষা করে ২২৩ জনের করোনা শনাক্ত করা হয়েছে। এর মধ্যে খুলনা মেডিকেলে নমুনা পরীক্ষা হয়েছে ৬১৯ জনের। এর মধ্যে ১৬৫ জনের করোনা শনাক্ত করা হয়।
অপরদিকে, খুলনার বেসরকারি গাজী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৭৭ জন কোভিড রোগী।