খুলনায় করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় ১৭ জনের মৃত্যু
খুলনার তিনটি হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ১৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১৩ জনের করোনা শনাক্ত করা হয়েছিল। বাকি চার জন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) এবং করোনা ডেডিকেটেড হাসপাতালের মুখপাত্র ডা. সুহাস রঞ্জন হালদার আজ মঙ্গলবার সকালে জানিয়েছেন, হাসপাতালটিতে গত ২৪ ঘণ্টায় চারজন রেড জোনে এবং চারজন ইয়েলো জোনে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ইয়েলো জোনে সাধারণত করোনার উপসর্গ নিয়ে রোগীরা ভর্তি হয়। এ ছাড়া করোনা শনাক্ত হলে রোগীরা রেড জোনে চিকিৎসা নেন।
এর মধ্যে করোনা শনাক্তের পর রেড জোনে মারা যাওয়া ব্যক্তিরা হলেন খুলনার মমতাজ (৫৫), রহিমা পারভীন (৫৫), মনোয়ারা (৫০) ও বাগেরহাটের সুব্রত পাল (৪৫)।
এ ছাড়া, খুলনার বেসরকারি গাজী মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ডা. গাজী মিজানুর রহমান জানিয়েছেন, করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় হাসপাতালটিতে চারজনের মৃত্যু হয়েছে। তারা হলেন খুলনার নোভা রানী দাশ (৭৫), শোভা রানী সাহা (৭২), নজরুল ইসলাম (৬৮) ও বাগেরহাটের মাহমুদা বেগম (৫৫)।
খুলনার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের চিকিৎসক কাজী রাশেদুল জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় হাসপাতালটির করোনা ওয়ার্ডে পাঁচজনের মৃত্যু হয়েছে। তারা হলেন খুলনার জিল্লু মিয়া (৬৫), শরিফুল ইসলাম (৬২), আমির হোসেন (৬৫), বাগেরহাটের শারমিন বেগম (৪৫) ও মারিয়া (৪৫)।
এ ছাড়া শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের মুখপাত্র ডা. প্রকাশ দেবনাথ জানান, হাসপাতালটির করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় কেউ মারা যায়নি। তবে হাসপাতালটির ৪৫টি শয্যার সবকটি দুদিনেই রোগীতে পূর্ণ হয়ে গেছে।