খুলনায় ছাত্রলীগ-যুবলীগের মোটরসাইকেল মহড়া, লঞ্চ চলাচলও বন্ধ
খুলনা মহানগরীতে সড়কপথে চলাচলকারী সকল প্রকার গণপরিবহণ বন্ধের পর আজ দুপুরে থেকে যাত্রীবাহী লঞ্চ চলাচলও বন্ধ হয়ে গেছে। এতে সাধারণ যাত্রীরা পড়েছেন বিপাকে। অপরদিকে নগরীতে যুবলীগ-ছাত্রলীগ মোটরসাইকেল মহড়া দিচ্ছে। এতে খুলনায় ক্রমশই রাজনৈতিক উত্তেজনা বাড়ছে।
আজ দুপুরে লঞ্চ লেবার শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক জানান, তাদের দশ দফা দাবিতে তিন দিনের ধর্মঘট চলছে। ধর্মঘটের আগে যুগ্ম শ্রম পরিচালকের দপ্তরে অবহিত করতে হয়, সেটি করা হয়নি কেন? এমন প্রশ্ন করলে তিনি জানান, ঢাকায় নেতাদের জানানো হয়েছে। তবে সুন্দরবনের ট্যুরিস্ট লঞ্চ চলবে।
এদিকে আজ দুপুরে কেডি ঘোষ রোডস্থ বিএনপি কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন করে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু জানান, গতকাল রাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বসুপাড়া একটি বাসায় অবস্থান করলে, পুলিশ সে বাসা ঘিরে রেখে তার সফরসঙ্গী ১৯ জনকে আটক করেছে। আজ মাগুরা থেকে মাইক্রোবাসে আসা নেতাকর্মীদেরসহ সোনাডাঙ্গা থানায় নিয়ে যাওয়া হয়েছে। বাগেরহাট থেকে আসা বিএনপি নেতাদের খুলনা থানার সামনে থেকে আটক করা হয়েছে।
বিএনপি সংবাদ সম্মেলন যখন শেষ হওয়ার পথে তখন কেডি ঘোষ রোডে ছাত্রলীগ-যুবলীগ নেতাকর্মীরা মোটরসাইকেল মহড়া দেয় এবং দলীয় স্লোগান দিলে উত্তেজনা সৃষ্টি হয়।
অপরদিকে আজ বিকেলে যুবলীগ দেশব্যাপী রাজনৈতিক কর্মসূচির নামে বিএনপির সন্ত্রাস, জঙ্গিবাদ ও মিথ্যাচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করবে খুলনা মহানগর যুবলীগ। শুক্রবার দুপুর তিনটায় দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করবে। বৃহস্পতিবার সন্ধ্যায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত বর্ধিত সভায় এ সিদ্ধান্ত নিয়েছে নগর যুবলীগের নেতৃবৃন্দ। নগর যুবলীগের আহ্বায়ক সফিকুর রহমান পলাশ এর সভাপতিত্বে ও নগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক শেখ শাহজালাল হোসেন সুজন এর পরিচালনায় সভা অনুষ্ঠিত হয়। গতকাল রাতে যুবলীগের প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।