খুলনায় ট্যাংক-লরি ধর্মঘট : মালিক সমিতিকে বৈঠকের আহ্বান জেলা প্রশাসকের
খুলনায় ট্যাংক-লরি মালিক ও শ্রমিকদের ২৪ ঘণ্টার ধর্মঘট ও আল্টিমেটামের দাবিদাওয়া নিয়ে বসতে আহ্বান জানিয়েছেন জেলা প্রশাসক (ডিসি) মনিরুজ্জামান তালুকদার। আজ বিকেল ৪টায় ডিসি অফিসে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক সাদিকুর রহমান খান।
হঠাৎই আজ রোববার সকাল থেকে কমিশন ও ভাড়া বাড়ানোর দাবিতে খুলনায় ধর্মঘটের ডাক দেয় ট্যাংক-লরি মালিক ও শ্রমিকরা। ৮টা থেকে শুরু হওয়া ধর্মঘটে বন্ধ হয়ে যায় ডিপো থেকে জ্বালানি উত্তোলন। এখনো বন্ধ খুলনাসহ ১৫ জেলায় ট্যাংক-লরিতে তেল পরিবহণও। ২৪ ঘণ্টার মধ্যে দাবি পূরণ না হলে আরও কঠিন কর্মসূচির হুঁশিয়ারি দেয় বাংলাদেশ ট্যাংক-লরি ওনার্স অ্যাসোসিয়েশন। এমন পরিস্থিতিতে বৈঠকের আহ্বান জানান ডিসি মনিরুজ্জামান।
জানা গেছে, আজ সকাল ৮টা থেকে ১৫ জেলায় তেল পরিবহণ বন্ধ রয়েছে। এ ১৫ জেলার মধ্যে রয়েছে—খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, নড়াইল, মাগুরা, ঝিনাইদহ, যশোর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর ও গোপালগঞ্জ।
খুলনা জ্বালানি তেল পরিবেশক সমিতি শেখ মুরাদ হোসেন বলেন, ‘এই দাবি আমাদের নতুন নয়। সাত বছর আগে থেকে আমাদের এই আন্দোলন। সাড়ে সাত শতাংশ বৃদ্ধির দাবি আমাদের।’