খুলনায় ট্যাংক-লরি শ্রমিকদের অনির্দিষ্টকাল ধর্মঘট
খুলনা বিভাগীয় ট্যাংক-লরি শ্রমিকরা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ডেকেছে। ইউনিয়নের লাইন সম্পাদক আল আমিনের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে এ ধর্মঘট ডাকা হয়েছে। আজ মঙ্গলবার সকালে সংগঠনের কার্যালয়ের সামনে আয়োজিত সভা থেকে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেন সভাপতি মীর মোকসেদ আলী।
মীর মোকসেদ বলেন, ‘ধর্মঘট চলাকালে খুলনা খালিশপুরের পদ্মা, মেঘনা ও যুমনা তেল ডিপো থেকে সব ধরনের জ্বালানী তেল উত্তোলন বন্ধ থাকবে।’ এ ছাড়া খুলনা বিভাগের ১০ জেলাসহ ফরিদপুর বিভাগের মোট ১৫ জেলায় জ্বালানি তেল সরবরাহ বন্ধ থাকবে বলেও জানান তিনি।
মোকসেদ আলী জানান, গতকাল সোমবার দুপুরে নিজ বাসা হতে বের হওয়ার পর সন্ত্রাসীরা আল আমিনের ওপর হামলা চালায়। এতে মারাত্মক আহত হয়ে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে। এ ঘটনার প্রতিবাদে গতকালই শ্রমিকরা খালিশপুর নতুন রাস্তার মোড় ও কাশিপুর সড়ক অবরোধ করে। পরে পুলিশ প্রসাশনের আশ্বাসে সে অবরোধ প্রত্যাহার করেন তাঁরা।
মোকসেদ আরও জানান, পুলিশ আশ্বাস দিলেও এখন পর্যন্ত হামলাকারীদের আটক করতে পারেনি।
আজ সকালে কাশিপুরের খুলনা বিভাগীয় ট্যাংক-লরি শ্রমিক ইউনিয়ন কার্যালয়ের সমানে মীর মোকসেদ আলীর সভাপতিত্বে জরুরি সভা অনুষ্ঠিত হয়। এই সভা হতে আল আমিনের ওপর হামলাকারীদের গ্রেপ্তার না করা পযর্ন্ত অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ঘোষণা করা হয়।