খুলনায় তলিয়ে গেছে নিম্নাঞ্চল, বিদ্যুৎ নেই উপকূলীয় এলাকায়
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে নদ-নদীতে জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় খুলনার যশোর রোড, খানজাহান আলী রোড ও রুপসা সংলগ্ন নিম্নাঞ্চল জোয়ারের পানিতে তলিয়ে গেছে। এদিকে, উপকূলীয় এলাকাগুলোতে নেই বিদ্যুতের সরবরাহ।
খুলনার কয়রা ও সাতক্ষীরা, আশাশুনি, শ্যামনগর অঞ্চলের বেশিরভাগ এলাকায় গতকাল মধ্য রাত থেকে বিদ্যুৎ নেই বলে আশাশুনি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ হোসেন আহমেদ জানিয়েছেন।
পানিউন্নয়ন বোর্ড খুলনা অঞ্চলের প্রধান প্রকৌশলী একেএম তাহমিদুল ইসলাম বলেন, ‘২৫০ কিলোমিটার বেড়িবাঁধ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। সেখানে পাউবো কর্মী এবং ইউপি সদস্যদের সর্তক অবস্থায় রাখা হয়েছে।’
খুলনা আবহাওয়া দপ্তরের পরিচালক আমিরুল আজাদ জানান, আজ সোমবার সকাল ৬টা থেকে দুপুর ১২ পর্যন্ত ৪৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
এদিকে, খুলনা ৪, ৫, ৬, ৭ নম্বর ঘাটসহ রুজভেল্ট জেটিতে পণ্য ওঠা-নামার কাজ বন্ধ রয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে খুলনার বিভিন্ন সড়কে যানবহন ও লোক চলাচল কমে গেছে।