খুলনায় তিন হাসপাতালে করোনা ও উপসর্গে আরও ১৭ জনের মৃত্যু
খুলনার তিনটি হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা এবং এর উপসর্গে চিকিৎসাধীন ১৭ রোগী মারা গেছেন। মৃতদের মধ্যে ১৪ জন করোনা পজিটিভ ছিলেন। বাকি তিন জন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। এদিকে, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে করোনার নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ৬৪ শতাংশ, যা এ পর্যন্ত সর্বাধিক।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) এবং করোনা ডেডিকেটেড হাসপাতালের মুখপাত্র ডা. সুহাষ রঞ্জন হালদার জানান, গত ২৪ ঘণ্টায় সেখানে চিকিৎসাধীন ১২ রোগী মারা গেছেন। তাঁদের মধ্যে করোনা পজিটিভ হয়ে রেড জোনে ৯ জন এবং উপসর্গ নিয়ে ইয়েলো জোনে তিন জন মারা গেছেন। খুলনা ১৩০ শয্যাবিশিষ্ট এই হাসপাতালে রোগীর সংখ্যা ১৬০ জন। এর মধ্যে রেড জোনে আছেন ৯৬ জন এবং নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) ২০ বেডেও আছে রোগী।
এ ছাড়া গাজী মেডিকেল কলেজ হাসপাতালের ডা. গাজী মিজানুর রহমান জানান, সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় তিন রোগী মারা গেছেন, তাঁরা হলেন—খুলনার শামছুল আলম (৬৩), সাতক্ষীরার আব্দুস সামাদ (৭৫) এবং নড়াইলের জাহানারা বেগম (৪৬)। ৫০ শয্যাবিশিষ্ট করোনা ইউনিটের এই হাসপাতালে রোগী আছেন ৮৮ জন। এই বেসকারি হাসপাতালে গতকাল ২৫ জনের নমুনা পরীক্ষা করে ১৯ জনের করোনা পজিটিভ এসেছে। শনাক্তের হার ৭৬ শতাংশ।
অপরদিকে, খুলনা সদর হাসপাতালের মুখপাত্র ডা. রাশিদুল ইসলাম জানান, সেখানে গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় দুই রোগী মারা গেছেন। তাঁরা হলেন—বাগেরহাটের আতিয়ার মল্লিক (৬৫) এবং সাতক্ষীরার অলিউল্লাহ (৬৭)। সত্তর শয্যার এই হাসপাতালে চিকিৎসাধীন মোট ৬৮ জন।
এদিকে, খুলনা মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল ডা. মেহেদী নেওয়াজ জানান, সেখানে গত ২৪ ঘণ্টায় ৪৭৬টি নমুনা পরীক্ষা হয়, যেখানে শনাক্তের সংখ্যা ২৩৬। শনাক্তের হার ৪৯ শতাংশ। এর মধ্যে খুলনার নমুনা ছিল ২০১টি, তার মধ্যে পজিটিভ হয়েছে ১২৯ জন। শনাক্তের হার ৬৪ শতাংশ। এ ছাড়া বাগেরহাটে একদিনে ৯৩ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।