খুলনায় পুলিশি বাধায় পণ্ড বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি
পুলিশের বাধায় খুলনা মহানগর ও জেলা বিএনপি জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদ সভা করতে পারেনি। আজ বুধবার সকালে কেডিঘোষ রোডের কার্যালয়ের সামনে এই প্রতিবাদ সভা করার ঘোষণা দিয়েছিল মহানগর ও জেলা বিএনপি।
বিএনপি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু জানান, কেন্দ্রঘোষিত জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে সকাল ১০টায় তারা কেডিঘোষ রোডের দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ শুরু করেন। এ সময় খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নেতৃত্বে পুলিশ এসে বাধা দিয়ে ব্যানার নিয়ে যায়। পরে বিএনপির নেতাকর্মীরা কার্যালয়ে ঢুকে যায়।
এদিকে, বিকেলে একই স্থানে বিএনপি আরেকটি গ্রুপ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও দ্রব্যমূল্যে ঊর্ধ্বগতির প্রতিবাদে ডাকা সমাবেশে যোগ দিতে আসা মিছিলে পুলিশ লাঠিচার্জ করে। পুলিশের লাঠিচার্জে বিএনপির এই গ্রুপও কোনো প্রতিবাদ সমাবেশ করতে পারেনি।
উল্লেখ্য, গত সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ঢাকা উত্তর ও দক্ষিণ মহানগর বিএনপি আয়োজিত মানববন্ধন থেকে ঢাকা বাদে সব মহানগরে প্রতিবাদ সমাবেশ করার ঘোষণা দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।