খুলনায় বাসচাপায় দুই ভাই নিহত
খুলনার চুকনগরে যাত্রীবাহী বাসের চাপায় আপন দুই ভাই নিহত হয়েছে। আজ শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে চুকনগর বাসস্ট্যান্ডের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো ডুমুরিয়া উপজেলার রোস্তমপুর গ্রামের আমজাদ শেখের ছেলে সাব্বির হোসেন (১৪) ও তার ছোটভাই রাকিব শেখ (৪)।
চুকনগর হাইওয়ে থানার উপপরিদর্শক (এস আই) রেজাউল করিম জানান, সাব্বির হোসেন ব্যাটারিচালিত অটোভ্যান চালিয়ে তার মা ও ছোট ভাই রাকিবকে নিয়ে চুকনগরে চিকিৎসার জন্য যাচ্ছিল। ভ্যানটি সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স অফিসের সামনে রেখে তার উপর বসেছিল দুইভাই। এ সময় চুকনগর বাসস্ট্যান্ড থেকে একটি খালি বাস নরনিয়া মাদ্রাসা সংলগ্ন বাস টার্মিনালের যাচ্ছিল। বাসটি ইন্স্যুরেন্স অফিসের সামনে এলে বড় গর্তে চাকা পড়ে নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ভ্যানের উপর পড়ে যায়। এতে ভ্যানে বসে থাকা শিশু রাকিব ঘটনাস্থলে নিহত হয়। এ সময় তার বড়ভাই ভ্যানচালক সাব্বির শেখ মাথায় গুরুতর আঘাত পায়। তাকে মুমূর্ষু অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।
এদিকে, প্রত্যক্ষদর্শী জানায়, হেলপার বাসটি চালাচ্ছিল। বাসের গতি বেশি থাকার কারণে এ দুর্ঘটনা ঘটেছে।
চুকনগর হাইওয়ে থানা পুলিশ ঘাতক বাসটিকে জব্দ করেছে।
এসআই রেজাউল করিম রেজা আরো জানান, নিহত দুই ভাইয়ের লাশ পুলিশ হেফাজতে রয়েছে। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি চলছে।