খুলনায় লকডাউন নয়, তিন উপজেলায় কঠোর বিধিনিষেধ
করোনা সংক্রমণ রোধে খুলনায় কঠোর লকডাউন নয়, তবে সদর, খালিশপুর, এবং সোনাডাঙ্গা মডেল থানা এলাকায় দোকানপাট বন্ধ রেখে কঠোর স্বাস্থ্যবিধি মেনে চলার আদেশ দেওয়া হয়েছে। আগামী ৪ জুন শুক্রবার থেকে সাত দিনের এ বিধিনিষেধ কার্যকর হবে।
আজ বুধবার খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের সভাপতিত্বে সভায় সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. রাশেদা সুলতানা, সিভিল সার্জন ডা. নিয়াজ মাহমুদ, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. রবিউল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক বলেন, ‘যেহেতু পরিস্থিতি কিছুটা আমাদের নিয়ন্ত্রণের বাইরে সেই কারণে আমার মনে হয় সাত দিন মানে এক সপ্তাহ দোকানপাট আমাদের বন্ধ রাখতে হবে। আমরা পরীক্ষামূলকভাবে দেখব কি কারণে এই সংক্রমণের হার বেড়ে গেল। সদর, খালিশপুর, এবং সোনাডাঙ্গা এই তিন উপজেলায় সাত দিন দোকানপাট বন্ধ রাখা হবে। শুধু কাঁচাবাজার ও জরুরি ওষুধ ছাড়া জনস্বার্থে সবকিছু বন্ধ থাকবে। সাত দিন দেখে আমরা এর ভালোমন্দ বিচার করতে পারব। আমি মনে করি এই কাজটি করতে হলে সবাইকে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে।’
আলোচনায় উল্লেখিত তিন থানা এলাকায় করোনা সংক্রমণ শতকরা ১৭ থেকে ৩৫ ভাগ হারে বৃদ্ধি পাওয়াই এ সিদ্ধান্ত নেওয়া হয়।