খুলনায় শ্রমিক দলের শোভাযাত্রায় পুলিশের বাধা, আটক ২
খুলনা নগরীতে মে দিবস উপলক্ষে শ্রমিক দলের শোভাযাত্রায় পুলিশের লাঠিচার্জের অভিযোগ উঠেছে। রাজনৈতিক দলটির দাবি, এ ঘটনায় আহত হয়েছেন পাঁচজন। এ ছাড়া শ্রমিক দলের মহানগর শাখার সদস্য সচিব শফিকুল ইসলামসহ দুই জনকে আটক করা হয়েছে।
আজ সোমবার (১ মে) সকাল ১০টার দিকে নগরীর স্টেশন রোড থেকে শোভাযাত্রাটি কেডি ঘোষ রোডে বিএনপির কার্যালয়ের সামনে আসলে পুলিশ লাঠিচার্জ করে নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয়।
আজ দুপুর সাড়ে ১২টায় বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলন করে ঘটনার বিস্তারিত তুলে ধরেন শ্রমিক দলের মহানগর শাখার আহ্বায়ক মুজিবর রহমান ও জেলা সভাপতি উজ্জল কুমার সাহা। এ সময় মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন দাবি করেন, পুলিশ লাঠিচার্জ ছাড়াও টিয়ারগ্যাস নিক্ষেপ করে।
এ বিষয়ে খুলনা মহানগর পুলিশের সহকারি কমিশনার বায়েজিদ আমিন জানান, অনুমতি না থাকায় তাদেরকে সরে যেতে বলা হয়েছে।
এদিকে, নানান কর্মসূচির মধ্য দিয়ে খুলনায় আজ মে দিবস পালিত হচ্ছে। এ উপলক্ষে সকাল ৯টায় নগরীর রূপসা এলাকা থেকে শ্রম অধিদপ্তর ও জেলা প্রশাসনের উদ্যোগে শোভাযাত্রা বের হয়। এই শোভাযাত্রায় সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক, নারী নেত্রী অধ্যাপিকা রুনু ইকবালসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা অংশ নেন।