খুলনায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের চালক নিহত
খুলনার ডুমুরিয়ায় বাস, মোটরসাইকেল ও মোটরভ্যানের ত্রিমুখী সংঘর্ষে আহসান হাবিব (২৫) নামে এক মোটরসাইকেলের চালক নিহত হয়েছেন।
আজ শুক্রবার বেলা ১১টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওই যুবক সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার গোপালখালী গ্রামের বাসিন্দা।
ডুমুরিয়া থানা পুলিশ ও ফায়ার সার্ভিস স্টেশন সূত্রে জানা যায়, আহসান হাবিব মোটরসাইকেল চালিয়ে খুলনা থেকে সাতক্ষীরা যাচ্ছিলেন। ডুমুরিয়া পেট্রোল পাম্পের সামনে একটি বাস তাঁকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তার উপর ছিটকে পড়েন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরভ্যান তাঁর বুকের উপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তিনি মারা যায়। মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে।