খুলনা বিভাগে একদিনে ৩৯ জনের মৃত্যু, শনাক্ত ১২৪৫
গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে খুলনা বিভাগে ৩৯ জনের মৃত্যু হয়েছে। একই সময় নতুন করে এক হাজার ২৪৫ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. রাশেদা সুলতানা জানান, খুলনা বিভাগে গতকাল বুধবার শনাক্ত হয় এক হাজার ২৪৫ জন, মঙ্গলবার এক হাজার ২৭৭, সোমবার এক হাজার ৩৬৭, রোববার এক হাজার ৩৬৭, শনিবার এক হাজার ২০২, শুক্রবার ৯৪৮ জন।
খুলনা বিভাগে মোট করোনা পজিটিভ শনাক্তের সংখ্যা ৫৭ হাজার ৫২০ জন আর সুস্থ হয়েছে ৩৮ হাজার ৯৩০ জন। ফলে খুলনা বিভাগে মোট করোনা পজিটিভ রোগীর সংখ্যা ১৮ হাজার ৬৯০ জন। অথচ এই বিভাগের ১০ জেলায় করোনা রোগীর চিকিৎসার জন্য শয্যার সংখ্যা মাত্র এক হাজার ১৯৩টি। ফলে হাসপাতালগুলোতে ভর্তি নিয়ে চলছে হাহাকার।
খুলনা মেডিকেল কলেজে যান্ত্রিক জটিলতার কারণে গতকাল বুধবার পিসিআর মেশিনে নমুনা পরীক্ষা হয়নি। তবে এই নমুনা ঢাকায় পরীক্ষা করা হবে।
জেলা সিভিল সার্জন দপ্তর থেকে জানানো হয়েছে, খুলনায় গত ২৪ ঘণ্টায় মোট ৬৩৩ জনের নমুনা পরীক্ষা করে ২৪২ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৮ শতাংশ।
অপরদিকে খুলনা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা এস এম আতিয়ার রহমান জানান, আজ থেকে খুলনা বিশ্ববিদ্যালয়ের পিসিআর মেশিনে নমুনা পরীক্ষা করা হবে। এখানে প্রতিদিন ৯৯টি নমুনা পরীক্ষা করা যাবে ।
খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক আরও জানান, গত ২৪ ঘণ্টায় খুলনায় আট, বাগেরহাটে এক, সাতক্ষীরায় চার, যশোরে সাত, নড়াইলে তিন, ঝিনেইদহে চার, কুষ্টিয়ায় সাত, চুয়াডাঙ্গায় দুই, মেহেরপুরে তিনজনসহ মোট ৩৯ জনের মৃত্যু হয়েছে।
করোনা সংক্রমণের শুরু থেকে আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ৫৭ হাজার ৫২০ জন। করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১১০৯ জনে। এ সময় সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৩৮ হাজার ৯৩০ জন।
বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের জেলাভিত্তিক করোনা সংক্রান্ত তথ্য বিশ্লেষণে দেখা যায়, বিভাগে শনাক্ত ও মৃত্যুর সংখ্যার দিক থেকে খুলনা জেলা শীর্ষে রয়েছে ২৬৫ জন, তারপর কুষ্টিয়া ২১৮ জন এবং যশোর ১৫২ জন, ছোট জেলার মধ্যে চুয়াডাঙ্গায় ৯১ ও বাগেরহাটে ৮৭ জন।
খুলনায় গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ২৪২ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ১৫ হাজার ৯৪০ জন। আক্রান্ত হয়ে মারা গেছে ২৬৫ জন এবং সুস্থ হয়েছে ১০ হাজার ৯৭৮ জন।
বাগেরহাটে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১২৩ জনের। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হলো তিন হাজার ৫১৩ জন। আক্রান্ত হয়ে মারা গেছে ৮৭ জন এবং সুস্থ হয়েছে দুই হাজার ৪৬৫ জন।
সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ৫২ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে তিন হাজার ৪৩৫ জন এবং মারা গেছে ৭৪ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে দুই ৫৪৩ জন।
যশোরে গত ২৪ ঘণ্টায় নতুন করে পজিটিভ শনাক্ত হয়েছে ২৪২ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ১২ হাজার ৫১০ জন। এ সময় মারা গেছে ১৫২ জন এবং সুস্থ হয়েছে সাত হাজার ৪৭০ জন।
নড়াইলে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে ৯২ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে দুই হাজার ৭৬৪ জন। মারা গেছে ৪৭ জন এবং সুস্থ হয়েছে দুই হাজার ৫৬ জন।
মাগুরায় গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত ২০ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে এক হাজার ৫৮১ জন। এ সময় মারা গেছে ২৭ জন এবং সুস্থ হয়েছে এক হাজার ২৪৭ জন।
ঝিনাইদহে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে ৯৭ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে চার হাজার ৪৪২ জন। মারা গেছে ৯৪ জন এবং সুস্থ হয়েছে তিন হাজার ৩৯ জন।
কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে ৩২৪ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে আট হাজার ৪৯ জন। মারা গেছে ২১৮ জন এবং সুস্থ হয়েছে পাঁচ হাজার ৬০৪ জন।
চুয়াডাঙ্গায় গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে ৮৬ জনের। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে তিন হাজার ৪০৫ জন। মারা গেছে ৯১ জন এবং সুস্থ হয়েছে দুই হাজার ২৮১ জন।
মেহেরপুরে গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ৬৭ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে এক হাজার ৮৮১ জন। আক্রান্ত হয়ে মারা গেছে ৫৪ জন এবং সুস্থ হয়েছে এক হাজার ২৪৭ জন।