খুলনা বিভাগে করোনায় মৃত্যুর রেকর্ড, শনাক্ত ১৩০৪
খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৪৫ জনের মৃত্যু হয়েছে। একই সময় নতুন করে এক হাজার ৩০৪ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। বিভাগে মোট মৃত্যু হয়েছে এক হাজার ২১৪ জনের, যার মধ্যে খুলনা জেলায়ই ৩০০ জনের মৃত্যু হয়েছে।
খুলনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষা আজ রোববারও বন্ধ রয়েছে। ফলে হাসপাতালে ইয়োলো জোনে ভর্তি রোগীদের রিপোর্ট না আসায় একদিকে যেমন রিলিজ করতে পারছে না, তেমনি নতুন শনাক্তদের হাসপাতালে ভর্তি করা যাচ্ছে না।
আজ দুপুরে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. রাশেদা সুলতানা জানান, খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় এক হাজার ৩০৪ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। যা শুক্রবার ছিল ৫৩৯ জন, বৃহস্পতিবার এক হাজার ২০১ জন, বুধবার এক হাজার ২৪৫ জন, মঙ্গলবার এক হাজার ২৭৭ জন, সোমবার এক হাজার ৩৬৭ জন ও রোববার এক হাজার ৩৬৭ জন।
খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক আরও জানান, ২৪ ঘণ্টায় খুলনায় ১৫ জন, বাগেরহাটে একজন, সাতক্ষীরায় একজন, যশোরে সাতজন, মাগুরায় দুইজন, ঝিনাইদহে দুইজন, কুষ্টিয়ায় ১৫ জন, চুয়াডাঙ্গায় দুইজন ও মেহেরপুরে একজনসহ মোট ৪৬ জনের মৃত্যু হয়েছে।
করোনা সংক্রমণের শুরু থেকে আজ সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ৬০ হাজার ৫৬৪ জন। করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ২১৪ জনে। এ সময় সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৪০ হাজার ২১৮ জন। ফলে এই বিভাগে এ মুহূর্তে করোনায় আক্রান্ত পজিটিভ শনাক্ত রোগীর সংখ্যা ২০ হাজার ৩৪৬ জন।
বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের জেলাভিত্তিক করোনা সংক্রান্ত তথ্য বিশ্লেষণে দেখা যায়, বিভাগে মৃত্যুর দিক থেকে খুলনা জেলা শীর্ষে রয়েছে ৩০০ জন। তারপর কুষ্টিয়ায় ২৪৫ জন এবং যশোরে ১৬৯ জন, চুয়াডাঙ্গায় ৯৮ জন, বাগেরহাটে ৮৯ জন ও মেহেরপুরে ৫৭ জন।
খুলনা জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ১৫০ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ১৬ হাজার ৩৮৭ জন। আক্রান্ত হয়ে মারা গেছে ৩০০ জন এবং সুস্থ হয়েছে ১১ হাজার ৩৫২ জন।
বাগেরহাটে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১৫৩ জনের। এ নিয়ে জেলায় মোট করোনা পজিটিভ শনাক্ত হলো তিন হাজার ৭৭৩ জন। আক্রান্ত হয়ে মারা গেছে ৮৯ জন এবং সুস্থ হয়েছে দুই হাজার ৭১৯ জন।
সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় নতুন করে পজিটিভ শনাক্ত হয়েছে ১২৫ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে তিন হাজার ৬৩৮ জনের এবং মারা গেছে ৭৫ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে দুই হাজার ৬৭৬ জন।
যশোরে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে ১৯৫ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ১৩ হাজার ২৩৫ জন। এ সময় মারা গেছে ১৬৯ জন এবং সুস্থ হয়েছে সাত হাজার ৪৭০ জন।
নড়াইলে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে ১২৯ জন। এ নিয়ে জেলায় মোট করোনা পজিটিভ শনাক্ত হয়েছে দুই হাজার ৯৬৩ জন। মারা গেছে ৫০ জন এবং সুস্থ হয়েছে দুই হাজার ১০৬ জন।
মাগুরায় করোনা পজিটিভ শনাক্ত হয়েছে ৬৬ জন। এ নিয়ে জেলায় মোট করোনা পজিটিভ শনাক্ত হয়েছে এক হাজার ৭০০ জন। এ সময় মারা গেছে ২৯ জন এবং সুস্থ হয়েছে এক হাজার ৩২৮ জন।
ঝিনাইদহে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে ১১৩ জন। এ নিয়ে জেলায় মোট করোনা পজিটিভ শনাক্ত হয়েছে চার হাজার ৭০৪ জন। মারা গেছে ১০২ জন এবং সুস্থ হয়েছে ৩০৮১ জন।
কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে ১৯২ জন। এ নিয়ে জেলায় মোট করোনা পজিটিভ শনাক্ত হয়েছে আট হাজার ৪৭৩ জন। মারা গেছে ২৪৫ জন এবং সুস্থ হয়েছে পাঁচ হাজার ৮৮১ জন।
চুয়াডাঙ্গায় গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে ১৪০ জনের। এ নিয়ে জেলায় মোট করোনা পজিটিভ শনাক্ত হয়েছে তিন হাজার ৬৫৩ জন। মারা গেছে ৯৮ জন এবং সুস্থ হয়েছে দুই হাজার ৩৪২ জন।
মেহেরপুরে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে ৪৯ জন। এ নিয়ে জেলায় মোট করোনা পজিটিভ শনাক্ত হয়েছে দুই হাজার ৩৮ জন। আক্রান্ত হয়ে মারা গেছে ৫৭ জন এবং সুস্থ হয়েছে এক হাজার ৩৩৩ জন।