খুলনা বিভাগে করোনায় ৪৮ জনের মৃত্যু
গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে খুলনা বিভাগে ৪৮ জনের মৃত্যু হয়েছে। একই সময় নতুন করে এক হাজার ৬৪২ শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে বিভাগে মোট মৃত এক হাজার ৬৪১ জন।
আজ সোমবার দুপুরে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. রাশেদা সুলতানা জানান, খুলনা বিভাগে গতকাল এক হাজার ৬৪২ জন নতুন রোগী শনাক্ত হয়। যা তার আগের দিন ছিল এক হাজার ৫৯১। শনাক্ত সংখ্যা আগের দিনের চেয়ে বেশি।
খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক আরও জানান, ২৪ ঘণ্টায় খুলনায় ১৩,বাগেরহাটে দুইজন, সাতক্ষীরা একজন, যশোরে ১২, নড়াইল একজন, মাগুরা একজন, ঝিনাইদহে ছয়, কুষ্টিয়ায় ৯, চুয়াডাঙ্গা তিনজনসহ মোট ৪৮ জনের মৃত্যু হয়েছে।
করোনা সংক্রমণের শুরু থেকে আজ সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ৭৩ হাজার ১৯২ জন। করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৬৪১ জনে। এ সময় সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৪৭ হাজার ১০৬ জন।
বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের জেলাভিত্তিক করোনা সংক্রান্ত তথ্য বিশ্লেষণে দেখা যায়, বিভাগে শনাক্ত ও মৃত্যুর সংখ্যার দিক থেকে খুলনা জেলা শীর্ষে রয়েছে ৪২৯ জন, তারপর কুষ্টিয়ায় ৩৫০ জন এবং যশোরে ২৩০ জন, ছোট জেলার মধ্যে চুয়াডাঙ্গায় ১২১ এবং মেহেরপুরে ৮০ জন। ঝিনাইদহে ১৪১ জনের মৃত্যু।
খুলনায় গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ৩৪২ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ১৯ হাজার ১২৮ জন। আক্রান্ত হয়ে মারা গেছে ৪২৯ জন এবং সুস্থ হয়েছে ১২ হাজার ৮৯২ জন।
বাগেরহাটে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১৯৬ জনের। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হলো চার হাজার ৭৬১ জন। আক্রান্ত হয়ে মারা গেছে ১০২ জন এবং সুস্থ হয়েছে তিন হাজার ২৫১ জন।
সাতক্ষীরায় নতুন করে শনাক্ত হয়েছে ১১৬ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে চার হাজার ৪৯৬ জন এবং মারা গেছে ৭৬জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে তিন হাজার ২০৪ জন।
যশোরে গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ৩১১ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ১৫ হাজার ৬১৪। এ সময় মারা গেছে ২৩০ জন এবং সুস্থ হয়েছে ৯ হাজার ২৭১ জন।
নড়াইলে এ সময়ে শনাক্ত ৬৭ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে তিন হাজার ৪৬০ জন। মারা গেছে ৬৮ জন এবং সুস্থ হয়েছে দুই হাজার ৪৬৭ জন।
মাগুরায় শনাক্ত ৫৮ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে দুই হাজার ১৪৩ জন। এ সময় মারা গেছে ৩৯ জন এবং সুস্থ হয়েছে এক হাজার ৩৯৯ জন।
ঝিনাইদহে গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ৯০ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে পাঁচ হাজার ৭৫০ জন। মারা গেছে ১৪১ জন এবং সুস্থ হয়েছে তিন হাজার ৫১৮ জন।
কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ২৭৭ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ১০ হাজার ৫৮১ জন। মারা গেছে ৩৫০ জন এবং সুস্থ হয়েছে ছয় হাজার ৮১২ জন।
চুয়াডাঙ্গায় গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ১২৮ জনের। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে চার হাজার ৬৭৭ জন। মারা গেছে ১২৪ জন এবং সুস্থ হয়েছে দুই হাজার ৬০৮ জন।
মেহেরপুর গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ৫৭ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে দুই হাজার ৫৮২। এই সময় আক্রান্ত হয়ে মারা গেছে ৮০ জন এবং সুস্থ হয়েছে এক হাজার ৬৮৪ জন।