খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় ২৮ জনের মৃত্যু, শনাক্ত ১২০২
খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট ২৮ জনের মৃত্যু হয়েছে। একই সময় নতুন করে এক হাজার ২০২ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। মোট শনাক্তের ২৯৯ জনই খুলনার।
আজ রোববার দুপুরে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. রাশেদা সুলতানা জানান, খুলনা বিভাগে গতকাল শনিবার এক হাজার ২০২ জন, শুক্রবার ৯৪৮ জন, বৃহস্পতিবার এক হাজার ৩২২ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়।
শনিবার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ৪৭৬ জনের নমুনা পরীক্ষা করে ২৩৬ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪৯ দশমিক ৫৮ শতাংশ। এর মধ্যে খুলনার ছিল ২০১টি নমুনা, যার মধ্যে পজিটিভ শনাক্ত হয় ১২৯ জনের। শনাক্তের হার ৬৪ দশমিক ১৮ শতাংশ।
খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক আরও জানান, গত ২৪ ঘণ্টায় খুলনায় পাঁচ, বাগেরহাটে পাঁচ, যশোরে চার, নড়াইলে চার, ঝিনাইদহে দুই, কুষ্টিয়ায় চার, চুয়াডাঙ্গায় দুই ও মেহেরপুরে দুজনের মৃত্যু হয়েছে, যা গতকালের চেয়ে দ্বিগুণ।
করোনাভাইরাসের সংক্রমণের শুরু থেকে আজ সকাল পর্যন্ত খুলনা বিভাগের ১০ জেলায় মোট করোনা পজিটিভ শনাক্ত হয়েছে ৫২ হাজার ১৬৭ জনের। করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯৮১ জনে। এ সময় সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৩৬ হাজার ৬১৫ জন।
বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের জেলাভিত্তিক করোনা সংক্রান্ত তথ্য বিশ্লেষণে দেখা যায়, বিভাগে শনাক্ত ও মৃত্যুর সংখ্যার দিক থেকে খুলনা জেলা শীর্ষে রয়েছে। এ পর্যন্ত খুলনায় মৃত্যু হয়েছে ২৪০ জনের, কুষ্টিয়ায় ১৮৯, যশোরে ১৩৩ ও বাগেরহাটে ৭৯ জনের মৃত্যু হয়েছে।
খুলনা জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে ২৯৯ জনের। এ নিয়ে জেলায় মোট করোনা পজিটিভ শনাক্ত হয়েছে ১৪ হাজার ৬৩২ জনের। আক্রান্ত হয়ে মারা গেছে ২৪০ জন এবং সুস্থ হয়েছে ১০ হাজার ৫২৮ জন।
বাগেরহাটে গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ১৭৭ জনের। এ নিয়ে জেলায় মোট শনাক্ত হলো তিন হাজার ৫৯ জন। আক্রান্ত হয়ে মারা গেছে ৭৯ জন এবং সুস্থ হয়েছে দুই হাজার ১৯৯ জন।
সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ৫৪ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে তিন হাজার ২৭৪ জন এবং মারা গেছে ৬৬ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে দুই হাজার ৩৩৭ জন।
যশোরে গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ১৩৫ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ১১ হাজার ৩২৫ জন। এ সময় মারা গেছে ১৩৩ জন এবং সুস্থ হয়েছে ছয় হাজার ৮৮৯ জন।
নড়াইলে গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ৫৮ জন। এ নিয়ে জেলায় মোট শনাক্ত হয়েছে দুই হাজার ৫২৮ জন। মারা গেছে ৪০ জন এবং সুস্থ হয়েছে এক হাজার ৯৬১ জন।
মাগুরায় গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত ৪৩ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে এক হাজার ৪৮৭ জন। এ সময় মারা গেছে ২৫ জন এবং সুস্থ হয়েছে এক হাজার ২৩৮ জন।
ঝিনাইদহে গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ৯০ জন। এ নিয়ে জেলায় মোট শনাক্ত হয়েছে তিন হাজার ৯৯৪ জন। মারা গেছে ৮৩ জন এবং সুস্থ হয়েছে দুই হাজার ৯৬৭ জন।
কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ১৯৫ জন। এ নিয়ে জেলায় মোট শনাক্ত হয়েছে সাত হাজার ১৮৪ জন। মারা গেছে ১৮৯ জন এবং সুস্থ হয়েছে পাঁচ হাজার ৩২৮ জন।
চুয়াডাঙ্গায় গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ১০৬ জনের। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে তিন হাজার ৮৩ জন। মারা গেছে ৮৪ জন এবং সুস্থ হয়েছে দুই হাজার ৬০ জন।
মেহেরপুরে গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ৪৫ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে এক হাজার ৬০১ জন। আক্রান্ত হয়ে মারা গেছে ৪২ জন এবং সুস্থ হয়েছে এক হাজার ১০৮ জন।