খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু
খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সাতজনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে ৬২৮ জনের শরীরে শনাক্ত হয়েছে। যা এ পর্যন্ত বিভাগে শনাক্তের সর্বোচ্চ রেকর্ড। এ নিয়ে করোনা শনাক্তের সংখ্যা ৪০ হাজার ছাড়িয়েছে। একই সঙ্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭২৬ জনে।
এ বিভাগে শনাক্ত ও মৃত্যুর সংখ্যার দিক থেকে খুলনা জেলা রয়েছে সবার শীর্ষে এবং আক্রান্তে সর্ব নিম্নে রয়েছে মেহেরপুর জেলা।
আজ সোমবার দুপুরে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক রাশেদা সুলতানা জানান, খুলনা বিভাগে গতকাল রোববার ৬০৬ জনের করোনা শনাক্ত হয়। গত শনিবার ৩১৯ জনের, শুক্রবার ৫৯৯ জনের এবং বৃহস্পতিবার করোনা শনাক্ত হয় ৫৭৮ জনের।
খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক আরও জানান, ২৪ ঘণ্টায় যশোরে দুজন, খুলনায় একজন, কুষ্টিয়ায় দুজন, নড়াইলে একজন ও মেহেরপুরের একজন করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে। একই সময় করোনা উপসর্গ নিয়ে খুলনায় আরও দুজন মারা গেছেন।
খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। করোনা সংক্রমণের শুরু থেকে আজ সোমবার সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৪০ হাজার ২২৮ জনের। করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭২৬ জনে। এ সময় সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৩৩ হাজার ১৭৪ জন।
বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের জেলাভিত্তিক করোনা সংক্রান্ত তথ্য বিশ্লেষণে দেখা যায়, বিভাগে শনাক্ত ও মৃত্যুর সংখ্যার দিক থেকে খুলনা জেলা রয়েছে সবার শীর্ষে। খুলনায় গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ১৬৩ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ১১ হাজার ৬৫৪ জনের। আক্রান্ত হয়ে মারা গেছে ১৯৪ জন এবং সুস্থ হয়েছে নয় হাজার ৭৩৮ জন।
বাগেরহাটে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১০২ জনের। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হলো দুই হাজার ২০৯ জনের। আক্রান্ত হয়ে মারা গেছে ৫৭ জন এবং সুস্থ হয়েছে এক হাজার ৫৬৭ জন।
সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৪৪ জনের। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে দুই হাজার ৪৩২ জনের এবং মারা গেছে ৫২ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে এক হাজার ৬৭২ জন।
যশোরে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৯০ জনের। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে আট হাজার ২৯৭ জনের। এ সময় মারা গেছে ৯১ জন এবং সুস্থ হয়েছে ছয় হাজার ৬৮০ জন।
নড়াইলে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২৫ জনের। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে দুই হাজার ৭৭ জন। মারা গেছে ২৮ জন এবং সুস্থ হয়েছে এক হাজার ৮৪৭ জন।
মাগুরায় গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২১ জনের। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে এক হাজার ৩২৬ জনের। মারা গেছে ২৩ জন এবং সুস্থ হয়েছে এক হাজার ২১৫ জন।
ঝিনাইদহে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২৪ জনের। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে তিন হাজার ১২০ জনের। মারা গেছে ৫৮ জন এবং সুস্থ হয়েছে দুই হাজার ৮২৭ জন।
কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৭১ জনের। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে পাঁচ হাজার ৬৪৪ জনের। মারা গেছে ১৩২ জন এবং সুস্থ হয়েছে চার হাজার ৮৪৬ জন।
চুয়াডাঙ্গায় গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ৫৭ জনের। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে দুই হাজার ২৭৯ জন। মারা গেছে ৭১ জন এবং সুস্থ হয়েছে এক হাজার ৮৮৬ জন।
শনাক্তের দিক দিয়ে সর্বনিম্নে রয়েছে মেহেরপুর। এখানে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৩১ জনের। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে এক হাজার ১৮৪ জনের। আক্রান্ত হয়ে মারা গেছে ২৭ জন এবং সুস্থ হয়েছে ৮৯৬ জন।