খুলে দেওয়া হলো নাইটিঙ্গেল মোড় থেকে বিএনপি কার্যালয়ের বিপরীত দিকের সড়ক
রাজধানীর নয়াপল্টনে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষের পরদিন আজ বৃহস্পতিবার সকাল থেকে ব্যারিকেড দিয়ে রাখা নাইটিঙ্গেল মোড়ে আনা হয়েছে কিছুটা পরিবর্তন। বিকেল ৩টা ৫৫ মিনিটে খুলে দেওয়া হয়েছে বিএনপি কার্যালয়ের বিপরীত দিকের সড়ক। তবে, ফকিরাপুলে রয়েছে একইভাবে পুলিশের ব্যারিকেড।
এর আগে ব্যারিকেড পার হতে দেওয়া হচ্ছিল না গণমাধ্যমকর্মীদেরও। তবে, জরুরিসেবার সঙ্গে জড়িতদের ঢুকতে দেওয়া হচ্ছিল।
এ বিষয়ে জানতে চাইলে সে সময় মতিঝিল বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) এনামুল হক মিঠু এনটিভি অনলাইনকে বলেন, ‘ভেতরে আমাদের ক্রাইম সিনের লোকজন কাজ করছে। নিরাপত্তা বজায় রাখতে আমরা সবাইকে ঢুকতে দিচ্ছি না। সাংবাদিক বা সাধারণ মানুষদের ঢুকতে দিলে বিশৃঙ্খলা তৈরি হবে। সেজন্য জরুরি সেবার সঙ্গে জড়িত এমন মানুষকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। যারা এর মধ্যে বসবাস করেন, তাদের পরিচয় নিশ্চিত হয়ে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে।’