গণতন্ত্র মঞ্চের বিক্ষোভ সমাবেশ ৪ ফেব্রুয়ারি
যুগপৎ আন্দোলনে নতুন কর্মসূচি হিসেবে আগামী ৪ ফেব্রুয়ারি গণতন্ত্র মঞ্চ বিক্ষোভ সমাবেশ করবে ঘোষণা দিয়ে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, ‘সরকার এতোটায় দুর্বল যে, আমার মনে হয় ধাক্কা নয়, কাতুকুতু দিলেই পড়ে যাবে।’
জাতীয় প্রেসক্লাবের সামনে আজ বুধবার (২৫ জানুয়ারি) এক সমাবেশে গণতন্ত্র মঞ্চের বিক্ষোভ সমাবেশ কর্মসূচি ঘোষণা করে মাহমুদুর রহমান মান্না এ কথা বলেন।
বিরোধী রাজনৈতিক দলগুলোর কর্মসূচির দিনে সরকারি দল আওয়ামী লীগের পাল্টাপাল্টি কর্মসূচির তীব্র সমালোচনা করে সভাপতির বক্তব্যে মাহমুদুর রহমান মান্না বলেন, ‘সরকার সব সময় আছে। আমরা আন্দোলন করি তারা পাহারা দেয়। আসল কথা হচ্ছে তারা নিজেদের পাহারা দেয়। তারা মনে করে জনগণ যদি শ্রীলঙ্কার মতো এই দেশে গণভবন-বঙ্গভবনে ঢুকে পড়ে। জনগণ অধিকার আদায়ের জন্য উঠছে। দিন আসছে ওদের পাহারা দেওয়ার লোক পাবে না। তারা যদি মনে করে দেখি আমরা পারি কি না? তাহলে বলবো আমরা পারি কি না তা দেখারও সুযোগ পাবে না তারা। কারণ চলতি বছরেই সরকারের পতন হবে। ধাক্কা নয় আমার মনে হয় এই সরকার এতোটাই দুর্বল যে কাতুকুতু দিলেই পড়ে যাবে।’
মাহমুদুর রহমান মান্না বলেন, ‘যুগপৎ আন্দোলনে আওয়ামী সন্ত্রাস দমন নিপীড়নের বিরুদ্ধে, সরকারবিরোধী রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীদের মুক্তির দাবি, বিদ্যুৎ গ্যাস জ্বালানিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানো এবং দশ দফা দাবি আদায়ে আগামী ৪ ফেব্রুয়ারি সারা দেশে সমাবেশ বিক্ষোভ কর্মসূচি পালন করবে গণতন্ত্র মঞ্চ। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য থেকে শুরু করে সব কিছুর দাম বাড়ানোর প্রতিযোগিতায় লিপ্ত সরকার।’
এ সময় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, ‘আন্দোলনের সুনামিতে আওয়ামী লীগ ও সরকার ভেসে যাবে। এই শীত তাদের শেষ শীত, রাজনৈতিক সংকট নিরসনে যদি এগিয়ে না আসে, তাহলে আগামী শীতের আগেই এই সরকার বিদায় নেবে।’
গণ-অধিকার পরিষদের সদস্য নুরুল হক নুর বলেন, ‘২০২৪ এর জানুয়ারিতে নির্বাচন হবে ভেবে সরকারকে সময় দেওয়া যাবে না। আজকে জনগণ জেগে উঠেছে। আমরা যদি দ্রুত সময়ের মধ্যে সরকারের পতন ঘটাতে না পারি তাহলে রাজপথে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ থেমে যাবে।’