গণতন্ত্র রক্ষা করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে : গয়েশ্বর
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘আমরা যেন বর্তমান সরকারকে শক্তিশালী মনে না করি। ফ্যাসিবাদের হাত থেকে গণতন্ত্র উদ্ধার করতে আজকে সবার ঐক্য দরকার, সবার একমত হওয়া দরকার। গণতন্ত্র উদ্ধার না হলে ব্যক্তিস্বাধীনতা, গণতন্ত্রের স্বাধীনতা, লেখার স্বাধীনতা, বলার স্বাধীনতা সব স্বাধীনতাই হরণ হয়। আর যখন বলার পথ রুদ্ধ হয় তখনই কিন্তু অন্য কিছু আসে; যা মানুষ পছন্দ করে না।’
আজ সোমবার জাতীয় প্রেসক্লাবে জিয়া মঞ্চের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বিএনপিনেতা এসব কথা বলেন।
গয়েশ্বর রায় বলেন, ‘দেশে এখন আইনের শাসন নেই, আছে শেখ হাসিনার শাসন।’
দেশের সব প্রতিষ্ঠান দলীয়করণ করে ফেলা হয়েছে অভিযোগ করে গয়েশ্বর রায় বলেন, ‘সরকার ও রাষ্ট্র আলাদা দুই শব্দ- এই সরকার তা বুঝতে চায় না। আজকে বিচার বিভাগকেও নিয়ন্ত্রণ করা হচ্ছে। নৈতিকভাবে কোনো আইনে তারা এটা পারে না।’
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জিয়া মঞ্চের প্রধান আবদুস সালামের সভাপতিত্বে আরও বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সহসাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য বিলকিস ইসলাম প্রমুখ।