গভীর রাতে যুবদলকর্মী শাওনের দাফন সম্পন্ন
নারায়ণগঞ্জে বৃহস্পতিবারের পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ হয়ে নিহত যুবদলকর্মী মো. শাওনের দাফন সম্পন্ন হয়েছে। গভীর রাতে আওয়ামী লীগনেতা ও পুলিশ সদস্যদের উপস্থিতিতে অনেকটা গোপনীয়তার মধ্যে রাত দেড়টার দিকে শাওনের দাফন হয়।
নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল থেকে রওনা হয়ে রাত ১১টার দিকে শাওনের মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্স ফতুল্লার বক্তাবলী ইউনিয়নের পূর্ব গোপালনগরে শাওনের বাড়িতে পৌঁছায়। বাড়িতে চলছিল শোকের মাতম। শাওনের মরদেহ দেখে কান্নায় আহাজারিতে ভেঙে পড়েন স্বজনেরা।
ফতুল্লা থানার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বক্তাবলী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শওকত আলীসহ নেতাকর্মী ও পুলিশ সদস্যদের উপস্থিতিতে রাতেই শাওনের জানাজা ও দাফন সম্পন্ন হয়।
গতকাল বৃহস্পতিবার বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির মিছিলে নগরীর দুই নম্বর রেলগেট এলাকায় পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয়। একপর্যায়ে শাওন গুলিবিদ্ধ হয়ে নিহত হন। সংঘর্ষ চলাকালীন পুলিশসহ আহত হয় অর্ধশতাধিক। সংঘর্ষের এই ঘটনায় আটক করা হয়েছে বেশ কয়েকজনকে।